রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে বিএনপির নেতা কর্মীদের কাজ করতে হবে বনশ্রী আফতাব নগর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বাবলু পন্ডিত, সম্পাদক জহুরুল ইসলাম ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নবগঠিত পরিচালনা পর্ষদের ১৫তম সভা মহানগরী জোন আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের কৃতিত্ব স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব

দুই সাংবাদিককে নির্যাতনের প্রতিবাদে এবং আসামীদের গ্রেফতারের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন-বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক কালবেলার জাহাঙ্গীর মাহমুদ, দৈনিক নয়াদিগন্তের শফিকুল ইসলাম ও আলোকিত বাংলাদেশের পারভেজের উপর মাসুদুর রহমান ওরফে কাইল্লা মাসুদ বাহিনীর সন্ত্রাসীদের হামলা, নির্যাতন ও গুলি বর্ষণের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রূপগঞ্জ। বিক্ষুব্ধ ৩শ’ সাংবাদিক কয়েক’শ জনতা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করেছেন। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভুলতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসুচী পালন করা হয়। আগামী ৪৮ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচীর আলটিমেটাম দিয়েছেন সাংবাদিকরা। কর্মসূচীতে বক্তারা বলেন, কাইল্লা মাসুদ রূপগঞ্জের ত্রাস। তার রয়েছে বিশাল অস্ত্রধারী বাহিনী। সে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী, জমি জবরদখল থেকে শুরু করে হেন অপকর্ম নেই যা এ বাহিনী করে না। ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে গোটা উপজেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে এ বাহিনী। তার কার্যক্রমে স্থানীয় বিএনপি ক্ষুব্ধ। কাইল্লা মাসুদ ও তার বাহিনীকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচীর আলটিমেটাম দিয়েছেন। রূপগঞ্জের কর্মরত সকল সাংবাদিকদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক সংবাদের মফস্বল সম্পাদক আলম হোসেন, কলামিস্ট ফোরামের মহাসচিব ও দৈনিক জনকন্ঠের সাংবাদিক মীর আব্দুল আলীম, ইত্তেফাকের সাংবাদিক এম এ মোমেন, বাংলাভিশন ও ইনকিলাবের খলিল সিকদার, মাইটিভির মকবুল হোসেন, মোহনা টেলিভিশনের সাত্তার আলী সোহেল, কালেরকন্ঠের রাসেল আহমেদ, সংবাদের আড়াইহাজারের সাংবাদিক হারাধন চন্দ্র দে, নয়াদিগন্তের শফিকুল ইসলাম মামুন, জিটিভির আশিকুর রহমান হান্নান, যমুনা টিভির জয়নাল আবেদিন জয়, বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ, যুগান্তরের মাহবুব মনি, রাসেল মাহমুদ, বাংলাদেশের খবরের ইমদাদুল হক দুলাল, জাগো নিউজের নাজমুল হুদা, একাত্তর টেলিভিশনের রিয়াজ হোসেন, বাংলা টিভির সোহেল কিরণ, দেশ রুপান্তরের আতাউর রহমান সানিসহ আরো অনেকে। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচীতে রূপগঞ্জসহ পার্শবর্তী আড়াইহাজার ও ডেমরা-ঢাকা প্রেসক্লাবের সাংবাদিকসহ রূপগঞ্জের বিভিন্ন এলাকা থেকে কয়েক’শ এলাকাবাসী অংশগ্রহন করেন। রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, যারা সন্ত্রাসী কর্মকান্ড করে তারা আমাদের দলের সাথে সম্পৃক্ত না। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। সাংবাদিকরা আমাদের সমাজের অংশ। এটা মেনে নেওয়া যায় না। অপরাধী যেই হউক তাদের বিচার ও শাস্তি কামনা করছি। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী হাসান বলেন, আমরা সাংবাদিকদের ব্যাপারে আমরা আন্তরিক। অভিযান চলমান রয়েছে, আসামীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com