ময়মনসিংহের তারাকান্দায়,ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে এবং দেশের কয়েকটি সীমান্তে ভারতীয় উগ্রবাদী জঙ্গগোষ্ঠীর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মিছিলটি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে তারাকান্দা উপজেলা সদরে প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। বিক্ষোভ মিছিল শেষে বাসস্ট্যান্ড যাত্রীছাউনি প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল মালেক, শামিম তালুকদার, ইবনে কাসেম মাষ্টার, আবু হানিফ, রাসেল মন্ডল, ইয়াসিন আলি মেম্বার, শেখ নজরুল ইসলাম মাষ্টার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট রফিকুল ইসলাম রফিক, তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রুবেল আকন্দ, তারাকান্দা উপজেলা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েসনের সভাপতি ডাঃ আনোয়ার রশিদ, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি, যুগ্ম আহবায়ক এ এইচ এম জুয়েল প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।