রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন

মিথ্যা তথ্য ছড়ানো দেশের তালিকায় শীর্ষ ১০ এ ভারত প্রথম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

মিথ্যা তথ্য ছড়ানোয় শীর্ষ ১০ দেশের মধ্যে ভারত রয়েছে সবার প্রথমে। বাংলাদেশ তুলনামূলকভাবে ইতিবাচক অবস্থানে রয়েছে। মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ক্ষেত্রে ভারত শীর্ষে রয়েছে বলে Statista – এর ২০২৪ সালের জানুয়ারিতে প্রকাশিত একটি গবেষণায় উঠে এসেছে। তালিকায় ভারত ছাড়াও ব্রাজিল, ফিলিপাইন, মেক্সিকো, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং তুরস্ক রয়েছে।
তবে এই শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ নেই, যা দেশের জন্য একটি ইতিবাচক দিক।
বাংলাদেশের ইতিবাচক অবস্থান ঃ
গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্যের প্রভাব তুলনামূলকভাবে কম। যদিও দেশে মাঝারি থেকে উচ্চ মাত্রার মিথ্যা তথ্যের ঝুঁকি রয়েছে, তবে তথ্য যাচাই ও মিডিয়া সাক্ষরতার প্রসার এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
শীর্ষ ১০ দেশের তুলনায় বাংলাদেশের পরিস্থিতি ভালো থাকলেও, দেশে তথ্য যাচাইয়ের উদ্যোগকে আরও শক্তিশালী করতে হবে। শিক্ষামূলক কার্যক্রম এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মিথ্যা তথ্যের বিস্তার রোধ করা সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করেন।
জনমত, সামাজিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য। শীর্ষ দেশগুলোর ক্ষেত্রে এই প্রভাব বেশি দৃশ্যমান। এ কারণে বাংলাদেশের ইতিবাচক অবস্থান ধরে রাখতে সরকার, গণমাধ্যম এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com