রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন

সুপারম্যান হেনরির সঙ্গে নতুন ছবিতে পপ তারকা রিতা

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

পপ তারকা রিতা ওরা। অ্যাকশন ধাঁচের ‘ভোলট্রন’ ছবিতে তিনি সুপারম্যান তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে যুক্ত হয়েছেন। এতে জন কিম এবং ড্যানিয়েল কুইন-টয়েকেও অভিনয় করবেন। অ্যামাজন এমজিএম স্টুডিওস প্রযোজনা করছে এই সিনেমাটি। সবকিছু ঠিক থাকছে চলতি মাসেই অস্ট্রেলিয়ায় শুরু হবে ‌‘ভোলট্রন’ ছবির শুটিং। তবে এর মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
জনপ্রিয় জাপানি অ্যানিমে ফ্র্যাঞ্চাইজি ভোলট্রনের উপর ভিত্তি করে তৈরি হতে যাচ্ছে সিনেমাটি। সেখানে একটি দল মহাকাশের এক্সপ্লোরার একটি বিশাল রোবট ভোলট্রনকে নিয়ন্ত্রণ করে।
ভোলট্রন নিয়ে এর আগে বেশ কিছু কাজ হয়েছে। যার মধ্যে ‘ভোলট্রন: লিজেন্ডারি ডিফেন্ডার’ নামের সিরিজটি নেটফ্লিক্সে খুবই জনপ্রিয়তা পেয়েছিল। নতুন করে নির্মিত হতে যাওয়া সিনেমাটি পরিচালনা করছেন রসন মার্শাল থার্বার। তিনি ‘রেড নোটিস’ সিনেমার জন্য পরিচিত।এরইমধ্যে এলেন শ্যানম্যানের সঙ্গে স্ক্রিপ্ট লিখেছেন পরিচালক।
রিতা ওরা তার সঙ্গীত ক্যারিয়ারের পাশাপাশি ‘দ্য মাস্কড সিঙ্গার’, ‘দ্য এক্স ফ্যাক্টর’ এবং ‘দ্য ভয়েস’-এর মতো শোয়ে বিচারক হিসেবে কাজ করে পরিচিতি পেয়েছেন। তিনি সম্প্রতি অ্যাকশন-থ্রিলার ‘হি ব্লেড নিওন’-এও যোগ দিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com