‘অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন’ এই প্রতিপাদ্যে ভোলার লালমোহন উপজেলায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর মূল শুমারির সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও পরিকল্পনা মন্ত্রণালয়ের আয়োজনে লালমোহন হাই স্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারদিন ব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। লালমোহন উপজেলা অর্থনৈতিক শুমারির সমন্বয়কারী মো. আইয়ুব আলীর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপনসহ প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।