রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন

প্রকৌশলী মোহসিন পিরোজপুর কর্মরত আছেন দশ বছর

ইমাম হোসেন মাসুদ পিরোজপুর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সৈয়দ মোহসিনুল ইসলাম এর বিরুদ্ধে বেনামি ঠিকাদারী করে রাতারাতি কোটিপতি বনে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহত্তর বরিশাল বিভাগ থেকে ছাত্র সমাজের পক্ষ থেকে সিরাজ নামে এক ব্যক্তি পানি সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ পাঠিয়েছেন। একই অভিযোগ পত্রে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরা হয়েছে। অভিযোগ পত্র থেকে জানা গেছে সৈয়দ মোহসিনুল ইসলাম প্রায় ১০ বছর ধরে পিরোজপুরে কর্মরত আছেন। তার বাবা সৈয়দ মাছুম আপন ভাই আবির এর নামে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি লাইন্সেস রয়েছে। এ লাইন্সেস এ পিরোজপুরের জিয়ানগর উপজেলা টগড়া ফেরিঘাটে ২০২৩-২৪ অর্থ বছরে তিনটি জরুরী ঘোষনাকৃত নদী ভাঙ্গন রক্ষাপ্রদ কাজ করেছেন। সৈয়দ মোহসিনুল এর ভাই আবির বরিশাল বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগের নেতা এর প্রভাব দেখিয়ে মোহসিন পিরোজপুর অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের তটস্থ রাখেন। তিনি নির্বাহীর প্রকৌশলীর চেয়ে দ্বিগুন পরিমান সরকারি গাড়ির তেল ব্যবহার করেন। প্রভাব প্রতিপতি দেখিয়ে বেশ কয়েক বছর আগে ভান্ডারিয়ার মুচির খালের সোভা বর্ধনে নি¤œ মানের বেঞ্চ তৈরি করেন। যা তৎকালীন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পায়ের খোচা দিয়ে ভেঙে ফেলে। এছাড়া ভান্ডরিয়া বিএনপি নেতা বাবু লাহিড়ীর পিতা-মাতার কবর সিমানা প্রাচীর ভেঙে ফেলেন ঐ সোভা বর্ধনের কাজটি করতে গিয়ে। সিরাজ তার আবেদনে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।সৈয়দ মোহসিনুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com