সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
নড়াইলে শিশু নির্যাতন প্রতিরোধ ও ইতিবাচক অভিভাবকত্ব শীর্ষক কর্মশালা মসজিদ পরিচালনায় সুসংহত নীতিমালা প্রণয়নের ঘোষণা – ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ দুর্গাপুর প্রেসক্লাবের নির্বাচনে খোকন সভাপতি, মাসুম সম্পাদক টঙ্গীতে মামদী মোল্লা উচ্চ বিদ্যালয় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কমলনগরে চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত রাশিদ-নিলু ফাউন্ডেশনের যাত্রা শুরু দেশজের ‘প্রথম প্রকাশ লেখক সংবর্ধনা ও প্রকাশনা উৎসব ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্ট দেখে অভিভূত সবাই শহীদ কামারুজ্জামান এদেশের ইসলামপ্রিয় ও দেশপ্রেমিক মানুষের কাছে যুগ যুগ ধরে প্রেরণা হয়ে থাকবেন

মন্ত্রণালয়ের না, ফটিকছড়ির হাজারিখীল অভয়ারণ্যে হচ্ছে না পর্যটন কেন্দ্র

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হাজারিখীল বন্যপ্রাণী অভয়ারণ্যকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে একটি পর্যটন কেন্দ্র প্রকল্প হাতে নেয়া হলেও সংশ্লিষ্ট মন্ত্রনালয় ‘না করে দিয়েছে। বন বিভাগের সম্মতিতে উপজেলা নির্বাহী অফিসারের পরিকল্পনা ও উপজেলা প্রকৌশলীর তত্ত্বাবধানে উপজেলা পরিষদ গত ১ ডিসেম্বর এই প্রকল্প অনুমোদন করে। ডিসেম্বর মাস থেকেই কাজ শুরু করার কথা থাকলেও তা আর সম্ভব হচ্ছেনা। হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্য চট্টগ্রাম জেলায় অবস্থিত ফটিকছড়ির একটি বন্যপ্রাণী অভয়ারণ্য। ২০১০ সালের ৬ এপ্রিল মাসে এটিকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। ১ হাজার ১শ ৭৭ দশমিক ৫৩ হেক্টর জমি নিয়ে এই বন্যপ্রাণী অভয়ারণ্যটি গঠিত। চট্টগ্রাম শহর থেকে ৪৫ কিলোমিটার উত্তরে রামগড়-সীতাকুন্ড বনাঞ্চল। এ বনাঞ্চলের মধ্যেই রয়েছে বিচিত্র সব বন্যপ্রাণীর অভয়ারণ্য হাজারিখিল। যেখানে আছে ১২৩ প্রজাতির পাখি। রঙ-বেরঙের এসব পাখির মধ্যে রয়েছে বিপন্ন প্রায় কাঠময়ূর ও মথুরা।
আছে কাউ ধনেশ ও হুতুম পেঁচাও। বিভিন্ন প্রজাতির উদ্ভিদের সমারোহ থাকার কারণে চিরসবুজ এই বনে এমন কিছু প্রজাতির পাখি পাওয়া গেছে, যা অন্য কোনো বনে সচরাচর দেখা যায় না। এর মধ্যে রয়েছে হুদহুদ, চোখ গেল, নীলকান্ত, বেঘবৌ, আবাবিল। এসব পাখির আকার-আকৃতি, বর্ণ ও স্বভাবে বৈচিত্র্যময়। সম্প্রতি বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে এক গবেষণায় পাখির এসব প্রজাতির সন্ধান পায় গবেষক দল। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী জানান, মন্ত্রনালয় না করাতে এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হচ্ছেনা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com