নকলায় জামায়াতের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুরের নকলা উপজেলা শাখার উদ্যোগে বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন উপহার প্রদান করা হয়েছে। বৃস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা কাচারি মসজিদ মার্কেটের সামনে ২টি সেলাই মেশিন উপহার প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলার আমির মাওলানা গোলাম সারোয়ার, উপজেলা শিবির সভাপতি আশিকুর রহমান, জামায়াত নেতা রেজাউল হাসান সাফিত, মাহবুবুর রহমান শুভ প্রমুখ গণ উপস্থিত ছিলেন। আমির বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী, গণমুখী ও দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে সমাজের বঞ্চিত, অবহেলিত ও অসহায় মানুষকে সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছে। জামায়াতের মানবতার কল্যাণের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি সামর্থ্যবানদের মানুষের কল্যাণে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, সমাজের বেকার কর্মহীন মানুষকে ভুলে গেলে চলবে না, সামর্থ্য অনুযায়ী বিভিন্ন সহযোগিতা নিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করতে হবে।