রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

শেষ ম্যাচ জিতে ধবলধোলাই থেকে বাঁচল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

হার দিয়ে শেষ হলো পাকিস্তানের জিম্বাবুয়ে সফর। তবে আসল কাজটা সেরে রেখেছে আগেই। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে সিরিজ। বিপরীতে শেষ ম্যাচে হার এড়িয়ে ধবলধোলাই থেকে বেঁচেছে জিম্বাবুয়ে।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে স্বাগতিকেরা। বুলাওয়েতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩২ রান করে পাকিস্তান। জবাবে ১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে।
১৩৩ রানের লক্ষ্যে জিম্বাবুয়ে শুরুটা করে দারুণভাবে। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে তারা তোলে ৭৫ রান। ৪৩ রান করেন ওপেনার ব্রায়ান বেনেট। তবে এরপর নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। বাড়তে থাকে উত্তেজনা।
শেষ ৫ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল ৩৭। এ সময় ইনিংসের ১৬তম ওভার সুফিয়ান মুকিম দেন মেডেন। তাতেই খেলা জমে ওঠে। শেষ পর্যন্ত ম্যাচ যায় শেষ ওভারে।
জয়ের জন্য শেষ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল ১২ রান। জাহানদাদ খানের করা শেষ ওভারের প্রথম দুই বলেই টিনোটেন্ডা মাপোসা ১ ছক্কা ও ১ চারে তোলেন ১০ রান। এরপর বাকি আনুষ্ঠানিকতাও সহজে সেরেছেন তারা।

এর আগে ব্যাট করতে নেমে ৪ ওভারে মাত্র ১৯ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। এরপর আগা সালমানের ৩২, তায়্যিব তাহিরের ২১ ও কাসিম আকরামের ২০ রানে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। আরাফাত মিনহাজ অপরাজিত থাকেন ২২ রানে। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে পাকিস্তান। অপেক্ষাকৃত তরুণ ও নতুনদের নিয়ে স্বাগতিকদের মোকাবেলা করে তারা। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর এবার একই ব্যবধানে জিতল টি-টোয়েন্টি সিরিজ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com