রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন

কালীগঞ্জে বোরো সমলয় চাষে বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর
  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

গাজীপুরের কালীগঞ্জে সমলয় চাষাবাদ কার্যক্রমের আওতায় বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর ব্লকের চুপাইর গ্রামে ৫০ একর জমিকে ঘিরে কৃষকদের এ ব্যস্ততা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের উফশী জাতের সমলয় চাষাবাদ কার্যক্রমের অন্তর্ভূক্ত ৫০ একর জমির জন্য কৃষকদের মাঝে ৬শ কেজি বোরো ধানের বীজ ও ৪ হাজার ৫শ ট্রে বিতরণ করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর ব্লকের চুপাইর গ্রামে সমলয় চাষে বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কৃষকরা উপসহকারী কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে ট্রে কাঁদা মাটিতে ভরাট করছে এবং তাতে যন্ত্রের মাধ্যমে ধানের বীজতলা করছে। অন্য কৃষকরা কেউ বীজতলায় জৈব সার দিচ্ছে, কেউ বীজতলায় পানি দিচ্ছে, কেউ বা আবার বীজতলা পলিথিনে মুরিয়ে দিচ্ছে। কৃষকরা জানান, ট্রেতে বীজতলা করতে পারলে ধানের চারা সতেজ ও সুন্দর হয়। আগাম বীজতলার চারা রোপন করলে ধানের ফলন ভালো হবে। তাছাড়া কৃষি শ্রমিক সংকটের কারণে যন্ত্রের মাধ্যমে সমলয় চাষ বেশ জনপ্রিয়তাও পাচ্ছে। কারণ এতে সময় ও খরচ বাঁচে। কৃষকদের লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম বলেন, সমলয় চাষাবাদের মূল উদ্দেশ্য হলো কৃষি যান্ত্রিকিকরণের মাধ্যমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির। কারণ বর্তমানে কৃষি শ্রমিকের সংখ্যা কমে যাচ্ছে, তাই যন্ত্রের মাধ্যমে ধানের বীজতলা তৈরি, রোপন ও কাটা হলে সময় ও খরচ বাঁচবে। পাশাপাশি ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে বলেও জানান এই কৃষি কর্মকর্তা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com