বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম ::
শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার অভিযান আশার আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুমকি: আলোচনার মাধ্যমে সমাধানের প্রত্যাশা করছে চীন মস্কোতে বিস্ফোরণে রুশ পারমাণবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিহত ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে শেয়ারবাজার সাউথইস্ট ব্যাংক পিএলসি.- এর চেয়ারম্যান জনাব এম.এ.কাশেম মহোদয়ের সঙ্গে মেটলাইফ বাংলাদেশের সিইও এর সৌজন্য সাক্ষাৎ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নবগঠিত নির্বাহী কমিটির ৪র্থ সভা মাইলস্টোন কলেজে মহান বিজয় দিবসের আয়োজন উন্নয়ন প্রকল্পের নামে: হাসিনা-রেহানার ৮০ হাজার কোটি টাকা দুর্নীতি অনুসন্ধানে দুদক

জেমস বন্ড হওয়ার দৌড়ে এগিয়ে দুই অভিনেতা

বিনোদন
  • আপডেট সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

‘আউটল্যান্ডার’ সিরিয়ালে দুর্দান্ত অভিনয়ের জন্য সুপরিচিত সাম হিউগান। তিনি হলিউডের তুমুল জনপ্রিয় গোয়েন্দা চরিত্র জেমস বন্ড হওয়ার স্বপ্ন দেখছেন দীর্ঘদিন ধরেই। তিনি ২০২২ সালে জাস্টজার্ডডটমের একটি পোলের মাধ্যমে বন্ড ভক্তদের প্রিয় ছিলেন। তবে হয়তো জেমস বন্ড হওয়ার সেই স্বপ্ন তিনি ত্যাগ করতে যাচ্ছেন। কারণ এখন তিনি আর ‘০০৭’ চরিত্রের প্রধান প্রতিযোগী নন।
ফ্রিবেটসডটকমের নতুন রেটিং অনুযায়ী, জেমস বন্ড হওয়ার দৌড়ে এগিয়ে আছেন অ্যারন টেইলর-জনসন। তাকেই ড্যানিয়েল ক্রেইগের স্থলাভিষিক্ত হওয়ার প্রধান প্রার্থী হিসেবে মনোনীত করেছেন ভক্তরা। ৫/৪ রেটিং নিয়ে টেইলর-জনসন এখন এই ভূমিকার জন্য শীর্ষ প্রার্থী।
পাশাপাশি কিক-অ্যাস, বুলেট ট্রেন, এবং অ্যাভেঞ্জার্স: এজ অব আল্ট্রন এর মতো ছবিতে অভিনয়ের জন্য বিখ্যাত এই ইংরেজ অভিনেতা গোপন স্ক্রিন টেস্টে বন্ড প্রযোজকদের মুগ্ধ করেছেন।
দ্য সান পত্রিকাকে একটি সূত্র জানিয়েছে, অ্যারন সেপ্টেম্বরে জেমস বন্ড হওয়ার জন্য স্ক্রিন টেস্টে অংশ নিয়েছিলেন। প্রযোজকগণ ও বারবারা তাকে খুব পছন্দ করেছেন।’
আয়ারল্যান্ডের অভিনেতা পল মেস্কালও বন্ড চরিত্রের জন্য মজবুত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন। তার রেটিং ২/১। ‘নর্মাল পিপল’ সিরিয়ালে অভিনয় দিয়ে আলোচনায় আসা মেস্কাল আফটারসান ছবির জন্য অস্কার মনোনয়ন পেয়েছেন। ‘গ্লাডিয়েটর ২’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করে তিনি নতুন করে বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছেন। বন্ড চরিত্রের জন্য ভক্তদের পছন্দের তালিকায় আরও আছেন থিও জেমস (৭/২), জেমস নর্টন (৭/১) এবং হেনরি ক্যাভিল (১০/১)। রেজে-জিন পেজ এবং ড্যামসন আইড্রিসও বিবেচনায় আছেন।
এছাড়া পরবর্তী জেমস বন্ডের নতুন থিম সং নিয়েও উত্তেজনা সৃষ্টি হচ্ছে। পপ গায়িকা চ্যাপেল রোআন ৯/৪ রেটিং নিয়ে এগিয়ে আছেন। তারপরেই আছেন দুয়া লিপা (৯/২) এবং লানা ডেল রে (৯/২)। ব্রিট অ্যাওয়ার্ড জয়ী রে ফ্যানদের প্রিয় হলেও তার রেটিং মাত্র ৫/১।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com