রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন

পাবনায় মেধাবী ছাত্র শিমুল মালিথা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ওমোবারক বিশ্বাস পাবনা
  • আপডেট সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

পাবনায় মেধাবী ছাত্র শিমুল মালিথা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তার শিক্ষক ও সহপাঠিরা। সোমবার ৯ডিসেম্বর দুপুরে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের আব্দুল হামিদ সড়কের শহীদ চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও নিহত শিমুলের বাবা শাহিন মালিথা বক্তব্য রাখেন। প্রতিবাদ সমাবেশে দ্রুত শিমুল হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন। নিহত শিমুলের বাবা শাহিন মালিথা বলেন, আমি আমার সন্তানকে আদর, স্নেহ দিয়ে একজন ভাল ছাত্র হিসাবে গড়ে তুলেছিলাম। সেই শিমুলকে সন্ত্রাসীদের হাতে জীবন দিতে হলো। আমার মত আর কোন পিতাকে যেন সন্তান হারাতে না হয় এবং খুনিদের গ্রেফতার করে প্রশাসনের কাছে শাস্তির দাবি জানান। এর আগে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কাছে স্বারক লিপি প্রদান করেন। উল্লেখ্য. গত শুক্রবার রাত ৭টার দিকে শিমুল মালিথা তার একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদৌসের জন্য পাশ^বর্তি গ্রামের আমবাগান জামে মসজিদের ইসলামী জালছায় যায়। এ সময় সেখানে কয়েকজন যুবক মারামারি করছিল। নিহত শিমুল তাদের মারামারি ঠেকাতে গেলে তাকে চাপাতি দিয়ে গলায় আঘাত করে। পরে বুকে পিঠে বিভিন্ন যায়গায় ছুরিকাঘাত করে। শিমুলকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। শিমুল মালিথা পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কিসমত প্রতাপপুর মালিথা পাড়ার শাহিন মালিথার ছেলে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com