সোনাগাজী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বায়েজীদ আকন এর সাথে মতবিনিময় করেছেন সোনাগাজী প্রেসক্লাব নেতৃবৃন্দ। ১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে মডেল থানার অফিসার ইনচার্জের অফিস কক্ষে মতবিনিময় কালে সহকারি পুলিশ সুপার (সার্কেল) তাসলিম হুসাইন, পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান, সেকেন্ড অফিসার উপপরিদর্শক মহিম উদ্দিন সহ থানার অফিসার গণ উপস্থিত ছিলেন। প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে সভাপতি মাহমুদুল হাসান (দৈনিক সংগ্রাম) সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন (যুগান্তর) সিনিয়র সহ-সভাপতি শেখ আবদুল হান্নান (কালের কন্ঠ) সহ-সভাপতি সাইফুল ইসলাম হিরণ (নয়াদিগন্ত) যুগ্ন সাধারণ সম্পাদক ওমর ফারুক (আমাদের সময়) আলমগীর হোসেন (আজকের পত্রিকা) সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম রিয়াদ (বাংলাদেশ বুলেটিন) দপ্তর সম্পাদক এস.এন আবছার (আমাদের কন্ঠ, স্টারলাইন) কোষাধ্যক্ষ মোতাহের হোসেন ইমরান (কালবেলা) প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ছালাহ্ উদ্দিন (বাংলাদেশ সমাচার, খবরপত্র) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাহার উল্যাহ বাহার (ভোরের ডাক) নির্বাহী সদস্য আমজাদ হোসাইন (প্রথম আলো), হাফেজ মোহাম্মদ হিজবুল্লাহ (নির্ভীক) ও বায়েজিদ হোসেন (নয়াপয়গাম) প্রমূখ উপস্থিত ছিলেন। মতবিনিময় কালে অফিসার ইনচার্জ সহ কর্মকর্তাগণ সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন, এসময় সন্ত্রাস মাদক চুরি ডাকাতি সহ বিভিন্ন বিষয়ে অফিসার ইনচার্জ কে অবগত করেন সাংবাদিকগণ।