রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৪ পূর্বাহ্ন

লালমোহনে ‘ভোলা মুক্ত দিবস’ পালিত

লালমোহন (ভোলা) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

ভোলার লালমোহন উপজেলায় ‘ভোলা মুক্ত দিবস’ পালিত হয়েছে। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর দ্বীপ জেলা ভোলা পাক হানাদার মুক্ত হয়। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের আজকের এই দিনে পুরো ভোলা জেলা পাক হানাদার মুক্ত হয়। মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণে ১০ ডিসেম্বর ভোর রাতে ভোলা থেকে লঞ্চযোগে পাকবাহিনী পালিয়ে যেতে শুরু করে। এরপর মিত্র বাহিনীকে খবর দেওয়া হলে তারা চাঁদপুরের কাছে পাক হানাদার বাহিনীদের বহনকারী লঞ্চটিতে হামলা চালিয়ে ডুবিয়ে দেয়। এরপরই আনন্দ-উল্লাসে মেতে উঠেন ভোলার মুক্তিযোদ্ধারা। এর মাধ্যমে ভোলা হয় পাক হানাদার মুক্ত। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, ওসি মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সফিউল্যাহ হাওলাদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমোহন উপজেলার আমির মাওলানা মো. আব্দুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমোহন উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মো. রাশেদুল ইসলাম ও স্থানীয় মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষাপ্রষ্ঠিানের প্রধানরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com