বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে জয়িতা পুরস্কারে ভূষিত হলেন দৈনিক খবরপত্র পত্রিকার নিজস্ব প্রতিনিধি ও গলাচিপা প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টনের সহধর্মিনী লাকি মাহমুদ। তিনি দুই কন্যার মধ্যে বড় মেয়ে খায়রুন তাসনিম জর্জিয়া কে পঞ্চম শ্রেণী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বশ্রেণীতে ভালো রেজাল্ট এবং বিশেষ করে অনার্সে ফার্স্ট ক্লাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ফার্স্ট ক্লাস পঞ্চম স্থান অর্জন এবং উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়া মহাদেশের ম্যাকওয়ার বিশ্ববিদ্যালয় বৃত্তি নিয়ে উচ্চতার ডিগ্রী অর্জনে সুযোগ পাওয়ার পিছনে তার মা লাকি মাহমুদের অবদানের জন্য উপজেলা কমিটির তাকে জয়িতা পুরস্কারে ভূষিত করেন। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে এবং ইসলামিক রিলিফ এর সহযোগিতায় সকাল দশটায় উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মিজানুর রহমান। সভায স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন সুলতানা। সভায় বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনীর গলাচিপা সেনা ক্যাম্পের মেজার জনাব মোঃ মুঈদ ,গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সজল দাস, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলাম গলাচিপা উপজেলার আমির ডাক্তার মোঃ জাকির হোসেন, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান খান, উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক,উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সাইয়ুম, ও প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ খালিদ হোসেন মিল্টন প্রমুখ। উল্লেখ্য যে গলাচিপা উপজেলার ৫টি ক্যাটাগরিতে ৫ জন নারীকে জয়িতাদের মাঝে পুরস্কারের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।