খুলনার কয়রায় প্লাষ্টিক ও পলিথিন দূষণ হ্রাস এবং সুন্দরবনের পরিবেশগতভাবে উন্নত অভিজ্ঞা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় রুপান্তরের উদ্যোগে ও ইয়ুথ ফর দি সুন্দরবনের সার্বিক সহযোগীতায় উপজেলা পরিষদ মিলনায়তনে কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যপক আ,ব,ম আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বড়বাড়ী মাধ্যমিক বিদ্যলয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার, সুন্দরবর বালিকা বিদ্যলয়ের শিক্ষক আঞ্জুয়ারা বেগম, ইয়ুথ ফর দি সুন্দরবন টিমের সভাপতি নিরপদ মুন্ডা, খাদিজা আক্তার সাথি, সাংবাদিক ফরহাদ হোসেন, রুপান্তরের এম এনই কো-অরডিনেটর ফারবী তাবাসুম অনন্যা, ইকো সুন্দরবন প্রকেল্পের প্রজেক্ট অফিসার অনুপ রায়, সাকি রেজওয়ানা, ইয়ুথ টিমের সদস্য আশিকুজ্জামান, আমিরুল ইসলাম, স্ব্রুত মুন্ডা, মোঃ সবুজ, এনজিও প্রতিনিধি তাপসী রায় পরিত্রানের প্রজেক্ট অফিসার আলাউদ্দীন, জিয়াউর রহমান, সুশিল সমাজ প্রতিনিধি মুকুল বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে সুন্দরবনের পরিবেশগতভাবে উন্নত ও প্লাষ্টিক বর্জ্য ব্যাবস্থাপনা ও দূষন প্রতিরোধে যুবকদের অংশগ্রহন নিশ্চিত করে যুব সংগঠন তৈরি ক্ষমতায়ন ও সক্রিয় করা। এবং আগামী ৩মাসের জন্য কর্ম পরিকল্পনা তৈরি করা হয়।