রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন

রৌমারীতে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে রৌমারী উপজেলা কৃষক দল। ১১ নভেম্বর বুধবার সকালে উপজেলা কৃষক দলের কার্যালয়ে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা ও খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১১ টায় উপজেলা কৃষকদলের কার্যালয়ে জাতীয় ও কৃষক দলের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিস কার্যালয়ে আয়োজিত সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলা কৃষকদলের আহ্বায়ক কামরুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক রাজু আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবুল হাশেম সদস্য সচিব কৃষকদল উপজেলা শাখা, মিজানুর রহমান মিনু সহ-সভাপতি উপজেলা বিএনপি, আবুল কালাম আজাদ সহ-সভাপতি উপজেলা বিএনপি, তমিজ উদ্দিন সহ-সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি, কলিম চাঁন আহ্বায়ক সেচ্ছাসেবক দল উপজেলা শাখা, নাজিম উদ্দিন আকন্দ সিনিয়র যুগ্ন আহ্বায়ক উপজেলা যুবদল, মশিউর রহমান পলাশ সদস্য সচিব উপজেলা যুবদল, শিউলি পারভীন শিল্পী আহ্বায়ক উপজেলা মহিলাদল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬টি ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সভাপতি সম্পাদকগণবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালয় ছিলেন, ওমর ফারুক ইছা সাবেক ছাত্র নেতা রৌমারী ডিগ্রী কলেজ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com