জেলায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলা ১২টায় শহরের রুপগঞ্জে ফ্রন্টের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি ও হিন্দু কল্যাণ ট্রাষ্ট্রের নড়াইল, যশোর ও মাগুরা জেলার দায়িত্বপ্রাপ্ত ট্রাষ্টি সমীর কুমার বসু। জেলা কমিটির আহবায়ক অশোক কুন্ডুর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তৃতা করেন হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান কল্যাণ ফ্রন্ট্রের জেলা সভাপতি কল্যাণ মূখার্জী, মতুয়া মিশন জেলা কমিটির যুগ্ন সাধারন সম্পাদক দেব মজুমদার, পূজা উদযাপন ফ্রন্টের নেতা দিলীপ অধিকারী, কার্তিক কুমার দাস, সুমন রায়, শ্যামসুন্দর গোস্বামী, হিরন্ময় গোস্বামী, বিএনপি নেতা উজ্জ্বল কুমার খান। এ সময় সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফ্রন্টের কেন্দ্রীয় সেক্রেটারি সমীর কুমার বসু বলেন, আওয়ামী লীগ আমলে হিন্দুরের ওপর বেশি অত্যাচার, নির্যাতন হয়েছে। আ’লীগ তাদের নিজেদের স্বার্থসিদ্ধির জন্য হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ব্যবহার করে থাকে। হিন্দুদের সহায়-সম্পত্তি আওয়ামীলীগ আমলে জোরপূর্বক দখল করে নেয়া হয়েছে। গত ১৫ বছরে অনেক হিন্দুর জমি বেদখল হয়েছে। এদেশের অধিকাংশ হিন্দু বুঝে না বুঝে আওয়ামীলীগকে ভোট দিলেও লাঞ্চনা গঞ্জনার শিকার হয়েছে।অথচ জাতীয়তাবাদী শক্তি কখনো হিন্দুদের ওপর কোনো ধরনের অত্যাচার-নির্যাতন করেনি। বিএনপি ক্ষমতায় এলে হিন্দুরা বরাবরই ভালো থাকে। এদেশে হিন্দু কমিউনিটির নিরাপত্তা দিতে বধ্য পরিকর জাতীয়তাবাদী শক্তি। মতবিনিময় সভার আগে ফিতা কেটে পূজা উদযাপন ফ্রন্টের জেলা কার্যালয় উদ্বোধন করেন প্রধান অতিথি।