উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের বাউর কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবারের পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীকে বিদায় জানানো হলো। ৫/৬বছরের শৈশব জীবনের নানা স্মৃতিবিজড়িত প্রাথমিক বিদ্যালয়ে তাদের ছিলো আজ শেষ দিন। শিক্ষকদের সার্বিক সহযোগিতায় অত্যন্ত সূশৃংখলভাবে ১০ ডিসেম্বর সকালে বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। সমাপনী ও বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক নৃপেশ কান্ত দাসের সঞ্চালনায় প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দাসের সভাপতিত্বে শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।বিগত ৫/৬বছরের ভালোমন্দ, নানা ত্রুটিবিচ্যুতি এবং আগামীর স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা ও উপদেশমূলক বক্তব্য রাখেন আজকের অনুষ্ঠনের প্রধান অতিথি মোস্তফা আহসান হাবিব ইউআরসি ইন্সট্রাক্টর জগন্নাথপুর। বক্তব্য রাখেন, স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সহ সভাপতি আমিরুল ইসলাম,মোহাম্মদ শাহজাহান সিরাজ সভাপতি বাংলা দেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলা, মোঃ আজিজুল হক প্রধান শিক্ষক বুধরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ আব্দুল মালিক প্রধান শিক্ষক লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এরপর প্রিয় শিক্ষক ও বিদায়ী ছাত্র ছাত্রীরা ফটোশেসনে মেতে ওঠে। বিদায় বেলায় আনন্দ উল্লাসে মেতে উঠলেও আবেগাপ্লুত হয়ে ওঠে বেশিরভাগ শিক্ষার্থী। কান্নায় ভেঙ্গে পড়ে অনেকেই।