মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মরহুম ছাত্রদলনেতা আইয়ুব-উর রহমান স্মরণে ‘আইয়ুব-উর রহমান ম্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন করা হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে ও সিন্দুরখান ইউনিয়ন ছাত্রদল এর আয়োজনে গতকাল রাতে উপজেলার সিন্দুরখান বাজারে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক। সিন্দুরখান ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন দিলুর সভাপতিত্বে ও সিন্দুরখান ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রব জরিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম বেলাল, দুরুদ আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন (তাজু), সাবেক সহ-সভাপতি শামীম আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহী উদ্দিন জারু, সিন্দুরখান ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য শাহজাহান আহমদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোবারক হোসেন লোপ্পা, সিনিয়র ছাত্রনেতা সেলিম মাহমুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান তপু, আব্দুস শহীদ, জাহাঙ্গীর আলম, পৌর ছাত্রদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জাহিদ, সদস্য সচিব গোলাম সোরোয়ার রিমন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ছাত্রদলের প্রয়াত আইয়ুব-উর রহমান স্বৈরাচারী সরকারের শাসনামলে মিথ্যা, গায়েবি ও হয়রানিমূলক মামলায় জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। রিমান্ডে নিয়ে তার ওপর ভয়াবহ নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল পুলিশ। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংঠনের নেতাকর্মীরা তাকে নিরাপদে বাসাবাড়িতে থাকতে দেয়নি। দেশের গণতন্ত্র রক্ষায় ও ছাত্রদল সুসংগঠিত শক্তিশালী করতে আইয়ুব-উর রহমানের ত্যাগ কোনোদিন ভুলার নয়। আন্দোলন সংগ্রামে আইয়ুব-উর রহমানের স্মৃতি আজও প্রেরণা যোগায়।