ময়মনসিংহের কোতোয়ালী থানা যুবদল এবং মহানগর যুবদলের বিপ্লবী যুবনেতা সবুজ মন্ডল এবং হানিফের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও পুলিশে ডিআইজি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহত্তর শম্ভুগঞ্জ নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক আমিনুল হক রোমান, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আবু হাসনাত, মহানগর যুবদল নেতা শাহজাহান, কৃষকদল নেতা একলাস মিয়া, ডাঃ নজরুল ইসলাম, প্রফেসর শহীদ মিয়া, মাসুদ মন্ডল, আঃ মালেক, ছাত্রদল নেতা রাফাত তালুকদার প্রমূখ। বক্তৃতারা বক্তব্যে মিথ্যা, ভুয়া কাল্পনিক, ভিত্তিহীন উদ্দেশ্যে প্রণোদিত মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি করেন মানববন্ধনে।