সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন

হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল প্রকৃত মালিককে বুঝিয়ে দিলো ডিএমপি

সাদেক মাহমুদ পাভেল:
  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন সেট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও হাতিরঝিল থানা পুলিশ। এর মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানা ২৪টি ও হাতিরঝিল থানা ২৯টি মোবাইল ফোন প্রকৃত মালিকদেও কাছে বুঝিয়ে দিয়েছে। গত শনিবার তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনার রব্বানী হোসেন’র উপস্থিতিতে উদ্ধারকৃত ২৪টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।এদিকে ডিএমপির হাতিরঝিল থানা সূত্রে জানানো হয়, তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনারের উপস্থিতিতে গত কয়েকদিনে উদ্ধারকৃত ২৯টি ফোন প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়।
ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্রে জানানো হয়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত কয়েকদিনে ২৪টি মোবাইল ফোনসেট উদ্ধার করে। এইসব মোবাইল ফোন বিভিন্ন সময়ে হারিয়ে গিয়েছিল এবং এর প্রেক্ষিতে থানায় জিডি করা হয়েছিল। হাতিরঝিল থানা পুলিশ জিডি মূলে তথ্য-প্রযুক্তির সহায়তায় এসব মোবাইল ফোন উদ্ধার করেছে।
হারিয়ে যাওয়া মোবাইল ফোন সেটগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রিয় মোবাইল ফোনটি ফিরে পেয়ে অনেকে এ সময় আবেগপ্রবণ হয়ে ওঠেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com