বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন

ভারত শেখ পরিবারের বাইরে অন্য কিছু চিন্তা করতে পারে না : দুদু

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

ভারত সবসময় আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনার বাইরে কখনো অন্য কোনো চিন্তা করতে পারে না বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘এর বাইরে কোনো চিন্তা করতে পারেনি বলে ভারত বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারেনি। বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের বন্ধু হতে পারেনি।’
সোমবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের ‘ভারতের আগ্রাসনে, হাসিনার দেশজুড়ে অরাজকতার’ প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

অন্তর্র্বতী সরকারকে লক্ষ্য করে শামসুজ্জামান দুদু বলেন, ‘এই গণঅভ্যুত্থানের অন্যতম দিক হচ্ছে একটি নির্বাচিত সরকার। সেই নির্বাচিত সরকার যতক্ষণ না আসবে গণঅভ্যুত্থান তার মর্যাদা হারাবে। যদি সেই মর্যাদা ধরে রাখতে হয়, তাহলে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে সংকট কাটাতে হবে। এর কোনো ভিন্ন পথ আছে বলে এটা আমি মনে করি না। সেজন্য আমরা নির্বাচনের আহ্বান জানাচ্ছি। আমি মনে করি, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নেয়া উচিত।’
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তাতে ভারতের সংশ্লিষ্টতার বিষয়ে দুদু বলেন, ‘ভারত বিগত ৫৩ বছরে মুক্তিযুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত আমাদের বন্ধুত্ব, আমাদের কৃতজ্ঞতাকে তারা তাদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে। মুক্তিযুদ্ধে জয়লাভ করার পরে তারা আমাদের তৎকালীন নব্য বাংলাদেশে কিভাবে লুটপাট করেছিল তাদের সেনাবাহিনী এবং তাদের জনগণ! শেখ হাসিনা যেমন লুটপাট করেছে, ঠিক তেমনই সেই সময় ভারতও বস্তা বস্তা টাকা লুট করেছে। হাজার হাজার কোটি টাকার অস্ত্র সেই সময় আমাদের বাংলাদেশে থাকার কথা ছিল। অর্থাৎ একটা সেনাবাহিনী তৈরি করার মতো অস্ত্র সেই সময় বাংলাদেশে ছিল। সেগুলো ভারত লুটপাট করে নিয়ে গেছে।’
ভারতের সমালোচনা করে তিনি বলেন, ‘এক পৈশাচিক শাসক, পৈশাচিক দল, পৈশাচিক শাসনের পতন হয়েছে। কিন্তু সেই পতন ভারত আজ পর্যন্ত মেনে নিতে পারেনি। ভারত সেই ভয়ঙ্কর গণহত্যাকারী লুটেরার প্রধান শেখ হাসিনা এবং তার দলকে আশ্রয় দিয়েছে। এই আশ্রয়ের মধ্যে দিয়ে এটা প্রমাণ হয়েছে যে তারা (ভারত) গণহত্যাকারী ও লুটেরার পক্ষের একটা শক্তি।’
উপদেষ্টার উদ্দেশে ‍দুদু বলেন, ‘১৬ বছরে ভারতের সাথে শেখ হাসিনা কতগুলো চুক্তি করেছেন, এখন সেই চুক্তি এবং দেয়া-নেয়ার ব্যাপারটা জাতির সামনে আপনাকে উপস্থাপন করতে হবে।’ ভারত ও পাকিস্তান ব্রিটিশদের সাথে টেবিলে বসে দেন-দরবার করে স্বাধীনতা অর্জন করেছে উল্লেখ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘ভারত এবং তাদের মিডিয়া বলছে তারা বাংলাদেশের কিছু অংশ দখল করে নেবে। আমি ভারতকে অনুরোধ করব, এই ভয়াবহ চিন্তা থেকে একটু দূরে থাকুন। এই ভূখ-ের মানুষ বীর জাতি। শুধু দক্ষিণ-পূর্ব এশিয়াতে নয়, সারা পৃথিবীর মধ্যে আমরা সশস্ত্র যুদ্ধ করে, সশস্ত্র লড়াই করে পাকিস্তানিদেরকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করেছি। ভারত ও পাকিস্তান ব্রিটিশদের সাথে টেবিলে বসে দেন দরবার করে স্বাধীনতা অর্জন করেছে। যুদ্ধ করে নয়। বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে যুদ্ধের ময়দানে।’
তিনি বলেন, ‘আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই সমমর্যাদার ভিত্তিতে। যুদ্ধ চাই না। ভারতের সাথে যদি মর্যাদার সাথে বন্ধুত্ব হয়, দ্বিপক্ষীয় সম্পর্ক হয়, স্বাধীন জাতির সাথে স্বাধীন জাতির বন্ধুত্ব হয় তাহলে আমাদের কোনো আপত্তি নাই।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com