শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::

বগুড়ায় সাতপাড়া আদর্শ শিক্ষা নিকেতনে বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মাহফিল

মোহাম্মদ আলী বিশেষ প্রতিনিধি বগুড়া
  • আপডেট সময় বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

বগুড়ার শিবগঞ্জে আদর্শ শিক্ষা নিকেতন কেজি স্কুলে পঞ্চম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে কিচক ইউনিয়নের আপসন সাতপাড়া আদর্শ শিক্ষা নিকেতন কেজি স্কুলের আয়োজনে প্রতিষ্ঠান প্রাঙ্গণে বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মো মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কিচক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। আদর্শ শিক্ষা নিকেতন স্কুলের সহকারী শিক্ষক রাকিবুল হাসান শাকিলের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক গোলাম মোস্তফা। বিদায়ী শিক্ষার্থীদের সার্বিক বিষয়ে দিক নির্দেশনা মূলক জ্ঞানগর্ভ বক্তব্য দেন-প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রুবি আক্তার ও সহকারী শিক্ষক রানা। প্রধান শিক্ষক বলেন,অভিভাবক সমাবেশে যে সকল সমস্যা রয়েছে আগামী সমস্যার সমাধান করা হবে ইনশাআল্লাহ। তিনি বিদায়ী শিক্ষার্থীদের প্রতি দোয়া ও শুভকামনা করে তাদের আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে স্বাগত বক্তব্য দেন-নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সহকারী শিক্ষক সাবানা আক্তার, মনসুর আলী, শরিফুল ইসলাম রানা, আফরুজা খাতুন, শাহরিয়ার কবির, মুরাদ, রাহেলা খাতুন, আয়শা সিদ্দিকা, খাদিজা খাতুন, রোখসানা খাতুন প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন-বিদায়ী শিক্ষার্থীদের অভিভাবক মাহমুদুল হাসান, মোতাহার হোসেন, সাংবাদিক শরিফুল ইসলাম রাকিব, রুহুল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ এলাকার সুধীজন। পরে প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হাতে বিতরণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com