চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের মাহমুদাবাদ এলাকার ভূঁইয়া রামের বাড়ীর ভূমিদস্যু সুধাম চন্দ্র দাস ও সুভাস চন্দ্র ঘোষ গং এর বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখল করে দালান ঘর নির্মাণের অভিযোগ ও জানমালের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী প্রবাসী পরিবার। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টায় সীতাকুন্ড প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে এ অভিযোগ করেন দুর্গা চন্দ্র ‘র স্ত্রী শিল্পী রানী দাস। এসময় দুর্গা চন্দ্রের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার স্ত্রী শিল্পী রানী দাস। লিখিত বক্তব্যে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম, ইউএনও কার্যালয়ে ভূমিদস্যু সুধাম চন্দ্র দাসের বিরুদ্ধে এ সংক্রান্ত বিষয়ে একটি ফৌজদারী মামলা ও লিখিত অভিযোগ করা হয়েছে। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী প্রবাসে থাকার কারণে ছোট ছোট তিনটি সন্তান নিয়ে দীর্ঘদিন যাবত বাড়ীতে একা থাকি। আমাদের দেখাশোনা করার কেউ নেই। এই একা থাকার সুযোগ নিয়ে আমার স্বামীর ভূমিদস্যু ভাগিনা সুধাম চন্দ্র দাস গং আমার স্বামীর পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক গাছ কেটে দখলে নিয়ে দালান ঘর নির্মাণ করছে। আমরা বাধা দিতে গেলে আমাদের সবাইকে জানে মেরে ফেলার হুমকি দেন। ভূমিদস্যু সুধাম চন্দ্র দাস খুবই খারাপ প্রকৃতির লোক, সে জাল দলিল করে মানুষকে মামলা দিয়ে হয়রানী করে আসছে নিয়মিত। এখন আমরাও সেই ভূমিদস্যু সুধামের দ্বারা আক্রান্ত ও হয়রানী হয়ে আইনের দ্বারস্থ হয়েছি। এর প্রেক্ষিতে আমরা গত ২২ ডিসেম্বর ২০২৪ তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামে একটি মিস মামলা (১১৯২/২০২৪) দায়ের করি। এই মামলার আলোকে বিজ্ঞ আদালত ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারা জারি করেন। কিন্তু ভূমিদস্যু সুধাম চন্দ্র দাস গং তার তোক্কা না করে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জবর দখল জায়গায় নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। যা সম্পূর্ণ বেআইনি। প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ আদালতের ১৪৫ ধারা যথাযথ প্রয়োগ করে আমাদের বেদখল হওয়া সম্পত্তি দখলমুক্ত হয় সেজন্য নিরপেক্ষ অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরে আমার প্রবাসী ও রেমিটেন্স যোদ্ধা স্বামীর পৈত্রিক সম্পত্তি রক্ষায় সহযোগীতা কামনা করছি। এসময় প্রবাসীর ছেলে দূর্জয়, প্রতিবেশী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।