মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট রোডে অবস্থিত বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৪ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।
বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শাহিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথির বক্তব্য দেন, শ্রীমঙ্গল পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ জিনু মিয়া, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আয়েত আলী, সহসভাপতি মোঃ হানিফ চৌধুরী প্রমুখ। মাদরাসার রেজিস্ট্রার মাওলানা মাহবুবুল আলম বাশার এর সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রামের নুরানী তালিমুল কুরআন বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষা ২০২৪-এ তৃতীয় শ্রেণিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭জন শিক্ষার্থীসহ মাদরাসার বিভিন্ন শ্রেণির কৃতি শিক্ষার্থীদের ক্রেস্টসহ চলতি বছরের সেরা মহিলা অভিভাবক-কে ‘উম্মুল খাস্সাতু’ পুস্কার এবং বছরের সেরা নূরানি শিক্ষক আব্দুল ওয়াহিদ-কে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে মহিলা অভিভাবকদের জন্য পৃথক আয়োজন ছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাদরাসা ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, অভিভাবকমন্ডলী, শুভাকাঙ্খীসহ প্রায় তিন শতাধিক শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিল। প্রসঙ্গত, মাদরাসাটি ২০২১ সালের ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। চলতি বছর নূরানি তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম এর অধীনে কেন্দ্রীয় সনদ পরীক্ষায় এ মাদরাসার ৭জন শিক্ষার্থী তৃতীয় শ্রেণিতে অংশ নিয়ে আছমা খাতুন সিলেট জোনে সেরা ফলিফল অর্জন করেছে এবং আরও ছয় শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেছে। এ মাদরাসায় হিফজ, নাজেরাসহ নতুন শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি পর্যন্ত চালু রয়েছে।