বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন

জরুরী বিএনপি, অতি বিএনপি সাজার চেষ্টা করবেন না-জন সমাবেশে বিএনপি নেতা হামিদ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

আওয়ামী লীগের শাসনামলে অত্যাচার নির্যাতনের ভয়াবহতা ভুলে যায় নি। শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে অতীতে সকল আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলাম,এখনো আছি ভবিষ্যতেও থাকবো। কালীগঞ্জে কারা বিএনপি করে আমি জানি। এখন কেউ জরুরী বা অতি বিএনপি সাজার চেষ্টা করবেন না। আর যারা দলের মধ্যে ঢুকে দলকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদেরকেও সতর্ক করে দিতে চাই। এসব করে কোন লাভ হবে না। অত্র ইউনিয়ন বিএনপির নেতা সরোয়ার হোসেন মোল্লা এবং শুকুর আলীর উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি সকল নেতাকর্মীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করার আহবান জানাই। ২নং জামাল ও ৩নং কোলা ইউনিয়ন বিএনপির আয়োজনে জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ এসব কথা বলেন। ১৩ জুলাই জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কে জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষ্যে উপজেলার দুই ইউনিয়ান বিএনপি’র আয়োজনে কোলা বাজার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২৯ ডিসেম্বর বিকেলে বিশাল এ জন সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত জনসমাবেশে সভাপতিত্ব করেন ২নং জামাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম মোল্ল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, থানা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম রবি, পৌর বিএনপি নেতা ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান,উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন প্রমুখ। জনসমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হোসাইন। উক্ত জনসমাবেশে কালীগঞ্জ উপজেলা, পৌর এবং ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী অংশ নেয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com