বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন

মৌলভীবাজারে অদক’র ১২ দফা কর্মসূচী ঘোষণা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোর্টার মৌলভীবাজার
  • আপডেট সময় রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজারে অশ্লীলতা দমন কমিটি-অদক এর ১২ দফা কর্মসূচী ঘোষণা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ২৯ ডিসেম্বর রবিবার। শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে দুপুর ১২টায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও ১২ দফা কর্মসূচি পাঠ করে শোনান অশ্লীলতা দমন কমিটি-অদক সভাপতি মুফতি তাফাজ্জুল ইসলাম আরাবী। সঞ্চালনা করেন সেক্রেটারি আব্দুল মুকিত তালুকদার। সংবাদ সম্মেলনে সংগঠনের সহ-সভাপতি রুমেন আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক হাঃ আব্দুল আজিজ তরফদার, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার সায়েমী, পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবুল আ’লা মোঃ মওদুদ ও মোক্তাদির হোসাইন, মিডিয়া বিষয়ক সম্পাদক সৈয়দ রুহুল আমীন, সাংস্কৃতিক সম্পাদক বদরুল আমীন চৌধুরী সুফী প্রমুখ উপস্থিত ছিলেন। অশ্লীলতা দমন কমিটি-অদক’র ১২ দফা কর্মসূচি হচ্ছে- ১. উরুসের নামে বিভিন্ন মাজারে গান-বাজনা, উচ্চ শব্দে মাইক ব্যবহার করে নর্তকী ভাড়া করে গান গাওয়ানো সহ সকল অসামাজিক ও অনৈসলামিক কার্যকলাপ সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। ২. শহরে এবং শহরের বাইরে অবস্থিত পার্ক, রিসোর্ট ও দর্শনীয় স্থানে সকল প্রকার অশ্লীলতা ও অসামাজিক কর্মকান্ড বন্ধ করতে হবে। ৩. শহরের ভিতরে যেসব আবাসিক হোটেল ও রেস্তোরাঁ রয়েছে সেগুলোতে ঝটিকা অভিযান করে অনৈতিক কাজ বন্ধ করতে হবে। ৪. ট্রান্স জেন্ডার, সমকামীতা, লীভ টুগেদার ইত্যাদি অশ্লীল ও অনৈতিক কর্মকান্ড আইন করে নিষিদ্ধ করতে হবে। ৫. সকল প্রকার অশ্লীল বিল বোর্ড, পোস্টার ও অশ্লীল বিজ্ঞাপন অপসারণ করতে হবে। ৬. বিভিন্ন দিবসকে উপলক্ষ্য করে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে মেলা বসিয়ে জুয়ার আসর। মদ-গাঁজা সেবন করা এবং অশ্লীল গান ও নৃত্য করা বন্ধ করতে হবে। ৭. স্কুল-কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যে ফ্রি মিক্সিং, গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড অপ সংস্কৃতি ও প্রেম ভালোবাসার নামে সকল প্রকার বেহায়াপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। ৮. অশ্লীল বইপত্র, ম্যাগাজিন, ফেস্টুন, প্লে-কার্ড ইত্যাদি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ৯. ‘সিনেমা, নাটক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটুব, টিকটকে কন্টেন্ট ক্রিয়েশন এবং বিনোদনের নামে তৈরী করা যৌন সুড়সুড়ি মূলক অসামাজিক ভিডিও ধারণ এবং প্রচারনা বন্ধ করতে হবে। ১০. দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সকল প্রকার অশ্লীল পর্নোগ্রাফী সাইট স্থায়ীভাবে বন্ধ করতে হবে। ১১. সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় মূলবোধ ও নৈতিক উৎকর্ষ সাধনে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ১২. প্রশাসনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যাত্রাগান সহ সকল অশ্লীল আয়োজনের অনুমোদন প্রদান বন্ধ করতে হবে। উল্লেখ্য- গত ৮ ডিসেম্বর ২০২৪ইং শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে মৌলভীবাজার জেলার প্রতিটি উপজেলা থেকে আগত একঝাঁক তরুণ-যুবকদের সমন্বয়ে সমাজের সকল প্রকার অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপ বন্ধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মুফতি তাফাজ্জুল ইসলাম আরাবীকে সভাপতি ও আব্দুল মুকিত তালুকদারকে সেক্রেটারী করে ১১৫ সদস্যবিশিষ্ট অশ্লীলতা দমন কমিটি- অদক গঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com