সারা দেশের ন্যায় পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ১২টি ইউনিয়নের সমন্বয়ে গলাচিপা সরকারি হাই স্কুল খেলার মাঠে আমখোলা ইউনিয়ন একাদশ বনাম চরবিশ^াস ইউনিয়ন একাদশের খেলোয়ারদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও তারুণ্যের উৎসব মেলার সভাপতি মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ নাছিম রেজা, উপজেলা জামায়েত আমীর ডাঃ জাকির হোসেন, গণঅধিকার পরিষদের আহবায়ক মোঃ হাফিজুর রহমান, জেলা গণঅধিকার পরিষদের সহ সভাপতি মোহেবউল্লাহ, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস কুমার দত্ত, বিএনপি নেতা মেহেদী হাসান সিজার। উদ্বোধনী ফুটবল খেলায় আমখোলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান বিশ^জিৎ রায়, পানপট্টি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদ সহ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু বকর শিবলী, খেলা পরিচালনা কমিটির সদস্য সহ বিচারক মন্ডলী উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, উৎসবে গলাচিপা উপজেলায় ক্রীড়া সংস্থার আয়োজনে ব্যাপক সাড়া পরেছে।