রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন

‘জগন্নাথপুরে জমিয়তের গণসমাবেশ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন জমিয়তের (মুফতি ওয়াক্কাস) কাউন্সিল ও গণসমাবেশ শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে দাওরাই বাজারে অনুষ্ঠিত হয়। কাউন্সিলে বর্ষীয়ান জমিয়ত নেতা আরব আলীকে সভাপতি ও কাজী হাফিজ মইনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মনোনীত সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম। উপজেলা সদস্য সচিব মাওলানা এরশাদ খান ও মাওলানা জহিরুল খানের পরিচালনায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা হোসাইন আহমদ, শান্তিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজ, সুনামগঞ্জ জেলার যুব বিষয়ক সম্পাদক মাওলানা শাহিনুর রহমান শাহীন, কলকলিয়া ইউনিয়ন জমিয়তের সভাপতি ডঃ সামসুল হক, মিরপুর ইউনিয়নের আহবায়ক মাওলানা হাফিজুর রহমান, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের আহবায়ক হাজী আনোয়ার মিয়া, পাইলগাঁও ইউনিয়নের আহবায়ক হাফিজ আলী নূর, উপজেলা যুব জমিয়ত সভাপতি আবু আসাদ চৌধুরী, সদস্য সচিব আক্তার হোসেন, সুনামগঞ্জ সদর যুব জমিয়ত সহসভাপতি মাওলানা ওয়েস আহমেদ, সিলেট মহানগর ছাত্র জমিয়তের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল নোমান, শান্তিগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সদস্য সচিব হাফিজ আরিফ বিল্লাহ আনসার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ তালহা আলম এলাকার সন্তান হিসেবে দলমতের ঊর্ধ্বে আশারকান্দি বাসীকে পাশে চান। তিনি উল্লেখ করেন আশারকান্দি ইউনিয়নের চাহিদা এবং সমস্যা এলাকার সন্তান হিসেবে একমাত্র তিনিই ভালো বুঝতে পারবেন। বিশেষ করে দাওরাই সেন্টারে তিনি অতীতে বিপুল ভোটে জয়ী হয়েছেন এবং আগামীতেও তা পুনরাবৃত্তির আবেদন করেন। ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড থেকে প্রায় ২ শতাধিক কর্মীর আগমনে এবং এলাকার গন্যমান্য ব্যাক্তি সহ আরো শত শত প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে প্রাণবন্ত জনসমাবেশে মুফতি ওয়াক্কাস গ্রুপের জমিয়ত তাদের শক্তির জানান দেয় এবং তালহা আলমের জনপ্রিয়তা আশারকান্দি ইউনিয়নে প্রমাণিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com