সোনাগাজীর সোনাপুর আমতলী ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ শুক্রবার সন্ধ্যায় প্রি-ক্যাডেট ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হয়েছে। আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাজল হক সোহেলের সঞ্চালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞাঁ। বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী পৌরসভা বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, পৌরসভা যুবদলের আহবায়ক ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নাছির উদ্দিন মিস্টার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক সম্পাদক জুলহাস হাসান রাসেল চাকলাদার, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল সজিব, সহ-সভাপতি মাইন উদ্দিন সাধারণ, উপজেলা যুবদলের সদস্য এনামুল হক শাহিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। ফাইনালে ম্যাচে উত্তর বাখরিয়া স্পোটিং ক্লাব কে ০-১ গোলে পরাজিত করে সুলাখালী ছাত্রকল্যাণ ক্লাব বিজয় লাভ করে।