দাগনভূঞা উপজেলার ৬নং দাগনভূঞা সদর ইউনিয়ন জামায়াতের সম্মেলন শনিবার মধ্যম জগতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ৬নং দাগনভূঞা সদর ইউনিয়নের আমীর মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, দাগনভূঞার কৃতি সন্তান ডাঃ ফখরুদ্দীন মানিক, বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী দাগনভূঞা উপজেলা আমীর মাওলানা গাজী ছালেহ উদ্দীন,উপজেলা জামায়াতের সাবেক আমীর নুর নবী দুলাল, পৌর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান, দাগনভূঞা উপজেলা বিআরডিবি নব নির্বাচীত চেয়ারম্যান নজির আহম্মেদ, ইসলামি ঐক্য জোটের ফেনী জেলা আমীর নুরুল হুদা বিপ্লবী, ছাত্র শিবিরের সাবেক ফেনী জেলা সভাপতি তারেক মাহমুদ, ইয়াকুব পুর ইউনিয়নের আমীর মাওলানা ইব্রাহিম, সদর ইউনিয়ন জামায়াতের ৬নং ওয়ার্ড সভাপতি আলাউদ্দিন মুজাহিদ, ৭নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ, ইউনিয়ন টিম সদস্য সাবেক ছাত্র নেতা গোলাম রসুল মেনন, শ্রমিক কল্যান ফেডারেশন নেতা আবদুল আউয়াল শিপন, সাবেক ছাত্র নেতা নূরুল আফসার দুলাল,সাবেক ছাত্র নেতা সাইফ উদ্দিন, ছাত্র শিবিরের দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি মোবাশ্বের হোসেন কোরআন তেলাওয়াত করেন ছাত্র শিবিরের সদর ইউনিয়নের পূর্ব শাখার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, অনুষ্ঠান পরিচালনা করেন ৬নং দাগনভূঞা সদর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক খুরশিদ আলম। বক্তারা বলেন নতুন বাংলাদেশ গড়তে ইসলামি দল গুলো ঐক্যের বিকল্প নেই বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যানকর রাস্ট্র গড়ে তুলে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। নতুন বাংলাদেশে আর কোন অপশক্তিকে ক্ষমতায় আসতে দেয়া যাবে না।