সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
কৃষকদের গঙ্গাচড়ায় ভাটা বন্ধের দাবি বদলগাছীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা কোকোর মৃত্যুবার্ষিকীতে ভেদেভেদীতে বিএনপির দোয়া মাহফিল ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির সভা কুড়িগ্রামে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে বিনামূল্যে প্রাণী চিকিৎসা সেবা প্রদান টানা ৪১ দিন ৫ ওয়াক্ত নামাজ আদায়কারীদের মাঝে সাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর সংস্কার কমিশনের প্রস্তাবে ইসির স্বাধীনতা খর্ব হবে বলে মনে করেন সিইসি জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত মির্জা ফখরুল নির্বাচন ছাড়া অন্য পথ খুঁজতে গেলে জনমনে সন্দেহের উদ্বেগ হবে: খসরু

নড়াইলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সুলতান মাহমুদ নড়াইল
  • আপডেট সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস,এম আব্দুল হক।আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও কোষাধ্যক্ষ নড়াইল পৌরসভার সাবেক মেয়র খান মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো: কামরুজ্জামান। সংগঠনের প্রচার সম্পাদক মো: আল-আমীনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন আশার আলো কলেজের ক্রীড়া শিক্ষক মো: রজিবুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাভলু, কোকো স্মৃতি সংসদের জেলা সহ-সভাপতি আরমান আলী খান। এসময় উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জেলা শাখার সহ-সভাপতি জুয়েল জমাদ্দার, যুগ্ন সাধারন সম্পাদক মো: তোফায়েল আহম্মেদ সুমন, মো: মশিয়ার রহমান, মো: ইমরান হোসেন, রানা পারভেজ, জাতীয়তাবাদী সমবায় দলের জেলা সেক্রেটারি মো: জাফর আলী খান। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি খান মোহাম্মদ কবির হোসেন বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়া জগতের দিকপাল ও উজ্জ্বল নক্ষত্র।তরুণ সমাজের মধ্যে ক্রীড়ার শক্তি ছড়িয়ে দিতে আজীবন তিনি কাজ করে গেছেন। তাঁর কর্মের মাধ্যমে সারাজীবন তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। তাঁর আদর্শ অনুসুরণ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের মাধ্যমে কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com