শাহীন স্কুল বগুড়া শাখার আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পিঠা উৎসব ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান শাহীন স্কুল এন্ড কলেজ ও শাহীন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন এর সভাপতিত্বে উপশহর খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেন নাটোর জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাভেদ আখতার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ গোলাম কবির। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাজিদুল ইসলাম, আব্দুল ওয়াহেদ, আশরাফুল আলম। আরোও উপস্থিত ছিলেন বগুড়া শাখা নির্বাহী পরিচালক মোঃ আলমগীর হোসেন, খন্দকার মোশারফ হোসেন বাবু, শাহীন স্কুল বগুড়া শাখার অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, মাধ্যমিক শাখার পরিচালক আনিসুর রহমান আনিস এবং উপশহর শাখার হিসাব রক্ষক মোঃ রাকিব হাসানসহ সকল কর্মকর্তা- কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ।