সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন

জামালপুরের মাদারগঞ্জে গ্যাসকূপ খনন কাজ উদ্বোধন

জামালপুর প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্যাস অনুসন্ধান কূপ খনন কাজের উদ্বোধন করা হয়েছে। ২৪ জানুয়ারী (শুক্রবার) দুপুরে উপজেলার বালিজুড়ীর তারতাপাড়া এলাকায় জামালপুর-১ নামে অনুসন্ধান কূপ খনন কাজের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। জানাযায়, ২০১৭ সালে পেট্রোবাংলা রূপকল্প-৩ প্রকল্পের আওতায় মাদারগঞ্জ উপজেলাকে অন্তর্ভুক্ত করে তারতাপাড়া এলাকায় গ্যাস অনুসন্ধান প্রকল্পের কাজ শুরু করা হয়। ১৬৭ কোটি টাকা ব্যায়ে ওই প্রকল্পে প্রায় ৬ একর ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন এবং লিংক রোড নির্মাণ কাজ শেষে আজারবাইজানের গ্যাসকূপ খনন প্রতিষ্ঠান সকার (স্টেট ওয়েল কোম্পানি অব দ্য আজারবাইজান রিপাবলিক) খনন কাজ সমাপ্ত না করে চলে যায়। দীর্ঘ সাত বছর পর জামালপুর-১ নামে প্রকল্পের আওতায় দেশি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বাপেক্সের) এর মাধ্যমে পুনরায় অনুসন্ধান কূপের খনন কাজ উদ্বোধন করা হয়। ড্রিলিং ও রিগ ইনচার্জ মো. রকিবুল হাসান বলেন, ১২ জানুয়ারি কূপ খননের স্থানে ড্রিলিং রিগ স্থাপন করা হয়েছে। খনন কাজে প্রকৌশলী ও শ্রমিকসহ মোট ২২০ জন ব্যক্তি এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। মোট ৯০ দিন খনন কাজ চলবে। তিনি জানান প্রাথমিক ভাবে কূপটি মাটির নিচে ২ হাজার ৮০০ মিটার পর্যন্ত খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কূপটির তিনটি জোনে প্রাকৃতিক গ্যাস মিলতে পারে বলে তিনি আশা প্রকাশ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘জামালপুর-১ অনুসন্ধান কূপ খননে খরচ হবে ১৬৮ কোটি টাকা। তিনি আরো বলেন এই জায়গায় বেশ কয়েকবার জরিপ করা হয়েছে। সেই তথ্য অনুযায়ী এখানে ৪০০ বিসিএফ গ্যাস পাওয়া যাবে বলে আশা প্রকাশ করছেন। সে হিসেবে প্রতিদিন এখান থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের কথা রয়েছে। এই গ্যাস সরিষাবাড়ী যমুনা সার কারখানাসহ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। দেশের অর্থনীতি ও শিল্পায়নকে আরও গতিশীল করতে বাড়তি গ্যাস প্রয়োজন। তাই চাহিদা পূরণে দেশীয় জ্বালানি অনুসন্ধান ও উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তবে আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে নতুন আবাসিক গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হবে না। যারা অর্থ দিয়েছেন তারা চাইলে সেই অর্থ ফেরত নিতে পারবেন বলে জানিয়েছেন সচিব। কূপ খনন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক শোয়েব ও উপ-মহাব্যবস্থাপক মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিমা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com