সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, যুক্তরাজন্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী জননেতা মাওলানা জয়নাল আবেদীন বলেছেন, জগন্নাথপুর পৌর নিবাচনে অংশ নিতে দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছি। এই পৌরবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম, পাশে আছি। পৌর নিবাচনে মেয়র পদে নির্বাচন করতে দীর্ঘদিন ধরে নির্বাচনী মাঠে কাজ করছি। মানুষের বাড়ি বাড়ি গিয়েছি, দোয়া চেয়েছি। নির্বাচনে উন্নয়নের জন্য ভোটাররা তাদের আপনজন হিসেবে আমাকে মেয়র পদে নির্বাচিত করলে আমি জনগনের আমানত রক্ষা করিব। এবং এই পৌরসভাকে দুর্নীতিমুক্ত করব। তিনি আরো বলেন, জনগনকে সাথে নিয়ে সরকারি বরাদ্ধ থেকে উন্নয়ন করব। আগামি নির্বাচনে তিনি মেয়র পদে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধা ৬টায় জগন্নাথপুর পৌর পয়েন্ট একটি অভিজাত রেস্টুরেন্টে হেল্প ফর হিউম্যান ফাউন্ডেশনের আয়োজনে জগন্নাথপুর পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জননেতা মাওঃ জয়নাল আবেদীনের ওয়ার্ড প্রতিনিধিদের সাথে মতবিনিময় ও প্রবাসী নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথাগুলো বলেন। জমিয়ত নেতা মুফতি মুতিউর রহমান শাসননবীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্যের অল্ডহাম আল খাজরা মারকাজি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাদিকুর রহমান, যুক্তরাজ্যের প্রেস্টন জগন্নাথপুর এসোসিয়েশনের আহবায়ক আব্দুল ওয়াহিদ আউয়াল, যুক্তরাজ্যের ব্ল্যাকপুর সেন্ট্রাল মস্কের ট্রেজারার তাফায়ুল ইসলাম চৌধুরী, যুক্তরাজ্যের প্রেস্টন জগন্নাথপুর এসোসিয়েশনের যুগ্ম-আহবায়ক হাজি দুদু মিয়া, এনটিভি ইউরোপ নটিংহাম প্রতিনিধি ফুজায়েল আহমদ সাজু, হেল্প ফর হিউম্যান ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল সালাম, সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী লুৎফুর রহমান সুয়েব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলার সহ-সভাপতি মাওলানা হাসমত উল্লাহ খান, খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন হাফিজ মাওলানা জামিলুল হক আমিনী, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলার সাধারন সম্পাদক মাওলানা মুতিউর রহমান, জগন্নাথপুর পৌর জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান, মজলিস নেতা মাওলানা নুরুল হক সাবেক ইউপি সদস্য মাওলানা ওয়ারিছ উদ্দীন প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সংবর্ধিত অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।