সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত বলেন, ‘একটা দল বলে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তাহলে রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই? দেশের ধর্মান্ধ সাধারন মানুষকে যেনো ওই দল বিভ্রান্ত করতে না পারে, সেজন্য সাধারন জনগণকে সচেতন করতে হবে, মানুষকে বোঝাতে হবে, দেশের মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জের নির্বাচন। সেজন্য আজ থেকেই নেতাকর্মীদের মাঠে নেমে কাজ করতে হবে। প্রধান বক্তা সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও শাহজাদপুরে গণমানুষের নেতা প্রফেসর ড. এম এ মুহিত বলেন, ‘দেশের একটি দল যারা দেশের শত্রু, তারা বলে, আওয়ামী লীগ ও বিএনপি একই! আওয়ামী লীগের দেশটা ছিলো বাপের, আর বিএনপি দেশের মানুষের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, দেশের মেহনতী মানুষের জন্য কাজ করে। শাহজাদপুরে আওয়ামী লীগের ৩ জন ভুয়া এমপি ছিলো। তারা স্বপরিবারে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। শাহজাদপুরের জনগণ তাদের প্রত্যাক্ষাণ করেছে। দেশের মানুষ আগামী দিনে একটি নতুন বাংলাদেশ দেখতে চায়। দেই বাংলাদেশ গড়তে ২ বছর আগে থেকেই দেশনায়ক তারেক রহমান ৩১ দফা বান্তবায়নের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। সেই নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে দলীয় নেতাকর্মীদের কাজ করতে হবে। ২৫ জানুয়ারি (শনিবার) বিকেলে পোতাজিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে পোতাজিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলাম তালুকদার চুন্নুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদকে আল আমিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও শাহজাদপুরে গণমানুষের নেতা প্রফেসর ড. এম এ মুহিত। জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারন সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপি সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারন সম্পাদক আইয়ুব আলী, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম রাজা, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তারিকুল ইসলাম চৌধুরী শাকীক, কৃষকদল নেতা আবু বক্কার রঞ্জু, যুবদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েল প্রমুখ। এদিন, বেলা ৩টা হতেই জনসভাস্থলে শাহজাদপুর উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা খন্ডখন্ড মিছিল নিয়ে সমাবেত হয়। হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে জনসভাটি বিশাল জনসভায় রূপ নেয়। উক্ত জনসভায় সিরাজগঞ্জ জেলা, শাহজাদপুর উপজেলা, ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।