সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::

আগে সংস্কার চাই, তারপর নির্বাচন -অধ্যাপক মুজিবুর রহমান

দাউদকান্দি-তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে, আমরা সেই নির্বাচন চাই। তবে আমরা প্রথমে সংস্কার চাই, তারপর নির্বাচন। কিছু মানুষ নির্বাচনের জন্য তাড়াহুড়া শুরু করছেন। আমরা জালিম সরকার তাড়িয়েছি কিন্তু জুলুম তাড়াতে পারিনি। সে জন্য কাজ করতে হবে। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত উপজেলা ও পৌরসভা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় চলে গেছে। জনগণ ভোটের অধিকার পায়নি। দেশে কেয়ারটেকার সরকার ছিল, দুবার নির্বাচন হয়েছিল। কিন্তু তারা এই কেয়ারটেকার সরকারকেও সংবিধান থেকে বাদ দিয়ে দিয়েছে। যারা জাতীয়ভাবে ভোট চুরি করতে পারে, তারা মানুষের জান-মাল-সম্পদ লুটপাট করতে পারে। এমন খুনি ডাকাতদের হাতে রাষ্ট্রকে তুলে দেওয়া যাবে না। সম্মেলনে দাউদকান্দি উপজেলা জামায়াতের আমির মনিরুজ্জামান বাহলুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা জেলা উত্তর আমির অধ্যাপক আব্দুল মতিন, সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, তিতাস উপজেলা আমির ইঞ্জি. শামিম সরকার বিজ্ঞ, আবুল কাশেম প্রধানীয়া, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য আব্দুস সাত্তার, অধ্যাপক আলমগীর সরকার, মাওলানা খন্দকার আবুল বাশার, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা শরীফ মুহাম্মদ রোকন উদ্দিন, সানাউল্লাহ রাসেল, মনিরুজ্জামান, শাহজাহান তালুকদার, বিল্লাল মিয়াজী ও রেজাউল হক সরকার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com