সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::

অপরূপ সৌন্দর্যে মুগ্ধতা ছড়াচ্ছে বিএডিসি অফিসের ফুল বাগান

সামাউন আলী (সিংড়া) নাটোর
  • আপডেট সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

অপরূপ সৌন্দর্য আর বর্ণিল সজ্জায় সেজে ওঠেছে নাটোরের সিংড়ার বিএডিসি অফিসের ফুল বাগান। অনেকেই শখের বসে বাড়ির আঙিনায় ও অফিসের সামনে ফুলের বাগান করে থাকেন। তবে সরকারি অফিস-আদালতে সুন্দর ফুলের বাগান সচরাচর খুব কমই দেখা যায়। এদিকে সিংড়া বিএডিসি অফিসে প্রবেশ করতেই অফিসের সামনে ও দুপাশে চোখে পড়বে সৌন্দর্য বর্ধন ফুলের বাগান। বসন্তের আগমনে বাগানজুড়ে ফুটে রয়েছে হরেক রকম ফুল। বিএডিসি অফিসের সৌন্দর্য বৃদ্ধি করে মুগ্ধতা ছড়াচ্ছে এ ফুল বাগান। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাগানটিতে রয়েছে সূর্যমুখী, ইংকাগেন্ধা তিন কালার, কসমস, বাগানবিলাস, রজনীগন্ধা, গন্ধরাজ, বেলী, রঙ্গন, মিনি টগর, বড় টগর, কাটা মেহেদী, ডালিয়া, গাঁধা, গোলাপসহ বিভিন্ন প্রজাতির ফুল গাছ। বিএডিসি অফিস সিংড়া জোনের সহকারী প্রকৌশলী মানিক রতন যোগদানের পর থেকেই ফুল বাগান গড়ে তোলার মাধ্যমে অফিসের সৌন্দর্য বৃদ্ধি করেন। ফুল বাগানের মনোরম পরিবেশে মুগ্ধ হচ্ছেন অফিসের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অবসর সময়ে আমাদের প্রকৌশলী তিনি বাগানের তত্ত্বাবধায়ন করেন এবং ফুল গাছগুলোকে পরিচর্যায় ব্যস্ত থাকেন। প্রায় সময় কর্মকর্তা-কর্মচারীরা ফুলের বাগানের এ সৌন্দর্য উপভোগ করে থাকেন। বিএডিসি সিংড়া জোনের সহকারী প্রকৌশলী মানিক রতন বলেন, ফুলের বাগান করতে আমার খুবই ভালো লাগে। অফিসের আঙিনার সামনে ও দুপাশে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রোপণ করে অফিসের সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করেছি। ফুলের মৌ মৌ গন্ধ সকলের কাছে মুগ্ধতা ছড়াচ্ছে। অফিসে আসা সকল সেবা প্রার্থীরা ফুলের এ সৌন্দর্য উপভোগ করতে পারছে। আমি সময় পেলেই এ ফুল বাগানের পরিচর্যা করে থাকি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com