সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::

ভারতের প্রজাতন্ত্র দিবসে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

মোসলেম উদ্দিন (হিলি) দিনাজপুর
  • আপডেট সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

ভারতের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষিবাহিনী বিএসএফ। এসময় বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়। রোববার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সীমান্তের চেকপোস্ট শুন্যরেখায় ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের কমান্ডার রোহিত শর্মা বিজিবির হিলি আইসিপি কোম্পানি কমান্ডার শাহাদৎ হোসেনের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। পরে বিজিবির পক্ষ থেকে ও বিএসএফকে মিষ্টির প্যাকেট উপহার দিয়ে শুভেচছা জানানো হয়। এসময় সেখানে উভয় বাহিনীর নারী ও পুরুষ সদস্যগন উপস্থিত ছিলেন। বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহাদত হোসেন বলেন, ৭৬তম ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিজিবি-বিএসএফ উভয় পক্ষে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। তিনি আরো বলেন, সীমান্তে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে আসছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com