ভাষার মাস উপলক্ষে ‘কবিতার ভুবনে কবি’ অনুষ্ঠানের আয়োজন করেছে এডুকেশন ওয়াচ। গত ১২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সভাকক্ষে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী অনুষ্ঠানের। আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। কবিতার ভুবনে কবি অনুষ্ঠানে কবিতা ও নিজের লেখা নিয়ে ড. অগাস্টিন ক্রজ অনুভূতি প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন। এ অনুষ্ঠান উপস্থাপনা ও স্বাগত বক্তব্য রাখেন এডুকেশন ওয়াচ সম্পাদক ও এটিএন বাংলা সময়ের সাথে অনুষ্ঠানের পরিচালক মো. খলিলুর রহমান। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কথাশৈলী আবৃত্তি চক্রের পরিচালক ও ঢাকা কলেজের সহকারী অধ্যাপক বাচিক শিল্পী রহমতুল্লাহ রাজন।