ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ দরবার হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা। এ সময় আইন-শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব খোকন। প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. গৌতম চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগম, কৃষি কর্মকর্তা লিটন রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য, সদরপুর সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক বেলায়েত হোসেন ইমরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মোফাজ্জেল হোসেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. এম.এ. গাফফার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদরপুর উপজেলার আমীর মো: দেলোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, উপজেলা ছাত্র শিবির সভাপতি মহসিন রেজা, ছাত্র প্রতিনিধি মোঃ রাসেল মোল্লা প্রমুখ। সভায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০ ফেব্রুয়ারি রচনা প্রতিযোগিতা, ২১শের প্রথম প্রহরে (রাত ১২.০১ মিনিটে) শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৮ঘটিকায় প্রভাত ফেরি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, বিভিন্ন রাজনৈতিক দল ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।