শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৭:১০ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র গণঅভুথ্যান আন্দোলনের ফলপ্রসূ হচ্ছে এ সরকার-ড. খন্দকার মোশাররফ হোসেন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আপনার জানেন বর্তমানের যে সরকার প্রতিষ্ঠিত, তা বৈষম্যবিরোধী ছাত্র গণঅভুথ্যান আন্দোলনের ফলপ্রসূ হচ্ছে এ সরকার প্রতিষ্ঠিত। এই সরকারকে নিরেপেক্ষ, নির্দলীয় ও সীমাব্ধ সময়ে নির্বাচন দিতে হবে। কোন দিন কোন নির্দলীয় সরকারের সময় দীর্ঘতম হতে পারে না। এই সরকারে প্রধান যিনি জনগনের প্রতি যে ওয়াদা ছিল, যে তারা সৈরাচারী ফ্যাসিস সরকারের উৎখাত করে ছাত্র জনতা তাকে ক্ষমতায় বসিয়েছে। তাদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগনের অধিকার জনগনকে ফিরেয়ে দেওয়া। জনগনের সবচেয়ে বড় অধিকার হচ্ছে ভোটের অধিকার। তাই জনগনের ত্যাশা যত দ্রুত সম্ভব এই জনগনের ভোটের অধিকার ফিরেয়ে দিয়ে একটি সংসদ নির্বাচন প্রতিষ্ঠা করে যথা শিগগির বিদায় নেওয়া। তাহলে এই সরকার সম্মানের সাথে বিদায় নিতে পারবে। আবার জনগনও রক্ষাও পাবে মুক্তিও পাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকার বা সরকারে সমর্থিত ব্যক্তি বা গোষ্ঠী নানা ভাবে ইলেকশনকে কেন্দ্র করে নানা রকমের ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। সোমবার বিকেল ৬ টার দিকে মুন্সীগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জেলা দ্রুত নির্বাচনের দাবীতে জেলা বিএনপির আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তৃব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ছাইয়েদুল বাবুল। মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান সিনহার সভাপতিত্বে ও সদস্য সচিব মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, জেলা বিএনপির সদস্য শেখ মো. আব্দুল্লাহ, শহীদুল মৃধা, আব্দুল বাতেন শামীম, জেলা যুবদলের আহবায়ক মজিবুর রহমান, সদস্য সচিব মু. মাসুদ রানা, জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা আক্তার বীনা, জেলা ছাত্র দলের সভাপতি আবুল হাশেম প্রমুখ। ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গত ১৬ বছর এদেশে কোন নির্বাচন হয়নি। অতীতে যখন নির্বাচন হয়েছে। দলগুলো তাদের মেনুফেস্টু নিয়ে আসতো। আর এখন যে সরকার ক্ষমতায় আছে তারা কোন নির্বাচিত সরকার নয়। তাদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগনকে সুযোগ দেওয়া। যাতে জনগন তাদের পছন্দ মতে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে। আর নির্বাচিত সরকারই স্থানীয় সরকার নির্বাচন দিবে। জাতীয় সরকার আর স্থানীয় সরকার নির্বাচন কোন ভাবেই একত্রে করা যাবে না। তিনি আরো বলেন, এই দেশে প্রমান হয়েছে জনগনের প্রিয়দল জাতীয়তাবাদী দল বিএনপি। আর দ্বিতীয় দল হলো আওয়ামীলীগ। আর এই আওয়ামীলীগ সরকার একটি সরকার প্রতিষ্ঠিত করেছিল, তা হলো ফ্যাসিস্ট সরকার। এখন নাই কেন আওয়ামীলীগ। ওই দিন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com