শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৩২ অপরাহ্ন

বাবিসাস অ্যাওয়ার্ড অর্জন করেছেন এটিএন বাংলার ব্যবস্থাপক মোঃ মোশতাক হোসেন

শাহ-বুলবুল:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশের মিডিয়ায় গুরুত্ত্বপূর্ন অবদানের জন্য ২৪তম বাবিসাস অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪ পেয়েছেন মোশতাক। এই পুসস্কার প্রাপ্তিতে তিনি ২০২৩-২০২৪ সালে বাংলাদেশের টেলিভিশন মিডিয়ায় শ্রেষ্ঠ অনুষ্ঠান নির্মাতার মর্যাদা লাভ করেছেন। যা তার টেলিভিশন মিডিয়ায় দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারকে আরো সমৃদ্ধ ও অনুপ্রানিত করেছে। বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) এর ২৪তম বার্ষিক এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিএফডিসির এটিএন বাংলা অডিটরিয়ামে, সন্ধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য অনেক বিশিষ্ট ব্যক্তি, এবং অনুষ্ঠানটি ছিল অত্যন্ত উৎসবমুখর। বর্তমানে টেলিভিশন অনুষ্ঠান গ্রন্থনা, পরিকল্পনা ও নির্মাতা হিসেবে মোঃ মোশতাক হোসেন মাশুক একটি পরিচিত নাম। অ্যাওয়ার্ড জয়ের পর মোশতাক বলেন, একটি অ্যাওয়ার্ড অনেক বড় সম্মান নিয়ে আসে জীবনে, দায়িত্ব বাড়িয়ে দেয়, সেদিক থেকে বিবেচনা করে ২৪ তম ববিসাস এবার জয়ী হতে পেরে আমার দায়িত্ব অনেক বেশি বেড়ে গেছে, সামনের দিনগুলোতে আরো ভালো ভালো অনুষ্ঠান, খ্যাতনামা সঙ্গীত শিল্পীদের নিয়ে বড় বড় কনসার্ট টেলিভিশন দর্শকদের উপহার দিতে পারবো বলে আশা রাখছি। ২৪ তম এই বাবিসাস অ্যাওয়ার্ড এ নায়ক উজ্জ্বল, সিয়াম, রুবেল, সিয়াম, নিরব, একুশে পদক প্রাপ্ত সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, কিংবদন্তি নায়িকা রোজিনা, চলচ্চিত্রের মা খ্যাত অভিনেত্রী আনোয়ারা বেগম, সঙ্গীতশিল্পী রবি চৌধুরী, ইথন বাবুসহ আরও অনেকেই বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com