বোরহানউদ্দিন প্রেসক্লাবের নবগঠিত কমিটির উদ্দেশে খবরপত্রের প্রধান সম্পাদক
দৈনিক খবরপত্রের প্রধান সম্পাদক মাফরুজা সুলতানা বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনে আপনারা এগিয়ে আসবেন, বিভিন্ন জায়গায় মাদকের সয়লাব, আপনাদের লিখনির মাধ্যমে মাদক,অনিয়ম চাঁদাবাজি বন্ধ হবে। সব সময় আপনাদের পাশে আমাকে পাবেন। আমি ও আমরা চাই যুবসমাজ মাদকমুক্ত হউক। আপনাদের বস্তুনিষ্ঠ ভূমিকায় সন্ত্রাস ও নিপীড়ন, মাদকমুক্ত সমাজ ও দেশ গড়া সম্ভব।
গত রোববার বোরহানউদ্দিন প্রেসক্লাবের নবগঠিত কমিটি ফুলেল শুভেচ্ছা জানাতে তার বাসভবনে গেছে তিনি এ কথা বলেছেন। বোরহানউদ্দিন প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্যদিয়ে দৈনিক খবরপত্রের প্রধান সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানার সাথে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাত করেন। গত রবিবার ২৩ ফেব্রয়ারি বিকেলে সাক্ষাতকার পরবর্তীতে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে তিনি মতবিনিময়ও করেন। এসময় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান।
উল্লেখ্য, প্রিন্ট মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সমন্বয়ে গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ভোলার ঐতিহ্যবাহী বোরহানউদ্দিন প্রেসক্লাবের কমিটির গঠন করা হয়েছে। দৈনিক আমার দেশ পত্রিকার
প্রতিনিধি ফয়সাল আহমেদ সভাপতি,খবরপত্রের প্রতিনিধি সোহেল মাহমুদকে সাধারণ সম্পাদক ও ইউসুফ হোসেন অনিক কে সাংগঠনিক সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়। এছাড়া সহ-সভাপতি হয়েছেন নীল রতন দে, আবুল বশার, শাহাজাদা আখন ও রনি ইসলাম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারন সম্পাদক হয়েছেন কাজী আল-আমিন ও এস,এম সোহেল। সহ-সাংগঠনিক সম্পাদক মো: রিয়াজ ফরাজী ও এইচ,এম ইকবাল, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো: নুরনবী, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার শিলা, আইন বিষয়ক সম্পাদক এ্যাড: মাহাবুব আলম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, সমাজ কল্যাণ সম্পাদক হাসনাইন, ধর্ম বিষয়ক সম্পাদক আশিকুর রহমান পন্ডিত। কার্যকরী সদস্য মনোনীত করা হয়েছেন- এম,এ আকরাম, সাগর চৌধুরী, মো: শহিদুল ইসলাম, এইচ,এ শরীফ, এম.এইচ.মোর্শেদ, জহিরুল ইসলাম বাপ্পি, মো: কবির হোসেন, সফিকুল ইসলাম সবুজ, রায়হান পারভেজ, মহিউদ্দিন আজিম, মোরশেদ আলম ভূইয়া, মো: মমিন,ও গাজী তাহের লিটন। নব-গঠিত কমিটির উপদেষ্টা মনোনীত করা হয়েছেন- দৈনিক খবর পত্রের সম্পাদক ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহিম (আকাশ) ও রিপোর্ট এক্সপ্রেস (মাল্টিমিডিয়া) এর সম্পাদক এ্যাড : এমরান হোসাইন।