মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
নির্বাচন যত বিলম্ব হবে সংকট ততই বৃদ্ধি পাবে-আজিজুল বারী হেলাল মুন্সীগঞ্জে তিন উপদেষ্টার ব্যাপক উন্নয়নের ঘোষণা ॥ দুই মাসের মধ্যে সরকারি মেডিক্যাল কলেজ নির্মাণের কাজ উদ্বোধন সাপাহারে প্রভাবশালী ভূমি দস্যুর রোষানলে পড়ে কয়েকটি অসহায় পরিবার সর্বস্বান্ত বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ শ্যামনগরে সূর্যমুখীর বাম্পার ফলন পটুয়াখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত ৯ মাসে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১০.৬৩ শতাংশ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল উন্নত চিকিৎসা না পেয়ে পঙ্গুত্বের শঙ্কায় দিন কাটছে বেল্লালের গাজায় হামলা বন্ধের দাবিতে বাংলাদেশসহ দেশে দেশে বিক্ষোভ

ধনবাড়ীতে রমজানকে সামনে রেখে আগাম শশা চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন কৃষকের

জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল
  • আপডেট সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে শসা চাষ। চলতি মৌসুমে ধনবাড়ী উপজেলাতে ১৫ হেক্টর জমিতে শসার চাষ হয়েছে। কৃষকের মাঠে মাচায় হলুদ-সাদা ফুল কিংবা থরে থরে ঝুলছে শসা। ২৬ (ফেব্রুয়ারি) বুধবার ধনবাড়ী উপজেলার কয়েকটা গ্রামের ফসলের মাঠে গিয়ে এমন দৃশ্যই দেখা যায় ধনবাড়ী উপজেলার বিভিন্ন মাঠ ও খেত খামারে। এবার শসার আবাদও ভালো হয়েছে। রমজানে ভালো মূল্য পাবার স্বপ্ন দেখছে কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। এতে হাসি ফুটেছে কৃষকের মুখে। শসার বীজ রোপণের ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে গাছে ফল ধরা শুরু হয়। বিঘাপ্রতি খরচ হয় ১০ হাজার আর বিক্রি হয় ২০ হাজার টাকায়। লাভ বেশি হওয়ায় শসার চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। উপজেলার ফসলের মাঠ ঘুরে দেখা যায়, শসার পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকারদের কাছে শসা বিক্রি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অনেক কৃষক। দূর-দূরান্ত থেকে আসা পাইকারদের কাছে প্রতি মণ শসা ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা বিক্রি করছেন তারা। রমজানে আরো বেশি দামে বিক্রি হবে বলে আশা কছেন তারা। শসা চাষি জলিল বলেন, এ মৌসুমে এক একর জমিতে শসার আবাদ করেছেন, যাতে খরচ হয়েছে ৪০ হাজার টাকা। এতে আশা করছি বিক্রি হবে ১ লাখ টাকার বেশি। এবার আবহাওয়া ভালো। বাজারে শসার ভালো দাম পাওয়া যাচ্ছে সামনে রমজান দাম আরো বাড়তে পারে। মুশুদ্দি গ্রামের শসা চাষি বেলাল হোসেন বলেন, প্রায় দেড় একর জমিতে শসার আবাদ করেন তিনি। প্রথমবার অধিক নানা কারনে ফলে অনেক গাছ মারা যায়। পরে আবার গাছ লাগাই। এখন ভালো অবস্থায় রয়েছে। কয়েক দিনের মধ্যে শসা বিক্রি শুরু করব। ধনবাড়ী উপজেলার কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমান জানান, এ মৌসুমে ধনবাড়ী উপজেলায় প্রায় ১৫ হেক্টর জমিতে শসার আবাদ করা হয়েছে। আবহাওয়া ভালো থাকায় বাজারে শসার ব্যাপক চাহিদা রয়েছে। ভালো দামও পাচ্ছেন তারা। এছাড়া কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের মধ্যে প্রয়োজনীয় পরামর্শ এবং কৃষি উপসহকারী গন মাঠ পরিদর্শন করেন যাতে করে কৃষকের ফসলের কোন সমস্যা না হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com