মাদারীপুরের নবগঠিত ডাসার উপজেলায় প্রায় ষোল বছর পরে ডাসার ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুিষ্ঠত হয়েছে। শুক্রবার (২৮-০২-২০২৫ ইং) বিকাল ৪ ঘটিকায় ডাসার সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহান্দার আলী জাহানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য জহিরুল হক শাহজাদা মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন শহীদ জিয়াউর রহমানই বাংলাদেশের বহুদলীয় গনতন্ত্র প্রবর্তন করেছেন, তিনি একনায়তন্ত্র করেননি। তিনি আরো বলেন শান্তির দল হল বিএনপি এছাড়া বাংলাদেশে আর শান্তির দল আছে বলে আমার জানা নাই। তারেক রহমান আমাদের হুশিয়ারি করে দিয়েছেন সামনে আমাদের কঠিন দিন আসতে পারে, অনেক কুচক্রী মহল আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করতে পারে, তার দিকে আপনারা হুশিয়ার থাকবেন। সবার ভিতরে ভুল ভ্রান্তি ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, ঐক্যবদ্ধের বিকল্প আর কিছু নাই। সম্মেলনে ভোটের মাধ্যমে ডাসার ইউনিয়ন বিএনপিরর সভাপতি আবদুল মান্নান মাতুব্বর ও সাধারন সম্পাদক হিসাবে সৈয়দ শাহীন নির্বাচিত হন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইয়াসমিন আরা হক, সদস্য সাইফুল ইসলাম পটু, সদস্য শফিকুর রহমান কিরন।এছাড়াও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাহাবুব মুন্সী, কালকিনি উপজেলা শ্রমিক দলের সভাপতি মোশারফ হোসেনসহ অঙ্গ সহযোগী সংগঠন ও স্থানীয় নেতৃবৃন্দ।