নেত্রকোণায় কৃষি জমিতে পানি না দেয়ায় অর্ধ লক্ষ টাকার ফসলী ধানের ক্ষতির অভিযোগ করেছে ভুক্তভোগী কৃষক আব্দুল মোতালিব। সদর উপজেলার অদ্রপাড়া গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুল মোতালিব। তিনি দীর্ঘ দিন যাবৎ বন্দকি প্রায় ২একর জমি চাষবাদ করে আসছে।
এলাকায় গিয়ে সরেজমিনে গিয়ে জানা যায়, প্রতিবেশী আবুল কাসেম এলাকায় সেলু মেশিন দিয়ে বিভিন্ন মৌসুমে ফসলী জমিতে পানি দেয়ার ব্যবসা করে। প্রতি বছরই অন্যান্য জমির পাশাপাশি কৃষক আব্দুল মোতালিবের জমিতেও সেলু মেশিনের মাধ্যমে পানি দেয়ার কাজ করে আসছে। কিন্তু এই মৌসুমে আবুল কাসেম ও তার ছেলেরা পূর্ব শত্রুতার জেড়ে গরীব কৃষক আব্দুল মোতালিবের জমিতে পানি না দেয়ায় প্রায় ২একর ফসলী জমি নষ্ঠ হয়েছে। যার আনুমানিক মূল্য অর্ধ লক্ষ টাকা। ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুল মোতালিব বলেন, পানি না দেয়ায় ফসলী জমি নষ্ঠ হওয়ায় মাথায় হাত, করোনা সংক্রমণের দিনে এখন পরিবার পরিজন নিয়ে কিভাবে চলবো এ নিয়ে দিশেহারা।
অভিযুক্ত আবুল কাসেমকে এলাকায় যোগাযোগ করার চেষ্ঠা করেও তাকে পাওয়া যায়নি।
নেত্রকোণা মডেল থানার তদন্ত কর্মকর্তা সালাউদ্দিন আহম্মেদ জানান, কোর্ট খোলার পর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
ই-খ/খবরপত্র