সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু টি-২০ কাপ শুরু : ‘শান্তশিষ্ট’ সাব্বির

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

আজ মঙ্গলবার শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-২০ কাপ। বেক্সিমকো ঢাকার হয়ে খেলবেন সাব্বির। টুর্নামেন্ট সামনে রেখে রোববার অনুশীলনের পর দল এবং নিজের বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন তিনি।

জাতীয় দলে প্রায় ছয় বছর। যদিও জায়গাটা পোক্ত হয়নি। থাকেন যাওয়া-আসার মধ্যে। উল্টা মাঠের বাইরেই তাকে নিয়ে বেশি আলোচনা। জন্ম দেন নানা বিতর্ক। তবে বিয়ে-শাদি করার পর সেই বিতর্কে ভাটা পড়েছে। অনেকটাই পরিণত হয়ে উঠছেন সাব্বির রহমান রুম্মন। রোববার তো মিডিয়ার সামনে নিজেকে শান্তশিষ্ট বলেই অভিহিত করেন বাংলাদেশের এই হার্ড হিটার ব্যাটসম্যান। নিজেকে চিনতে পারা সাব্বির এখন শান্তশিষ্ট। তিনি বলেন, ‘আমি এখনও তরুণ তবে পরিণত। শেষ ৩-৪ বছর যেটা ছিল না, এখন হয়তো সেটা বুঝতে পারছি। যথেষ্ট পরিণত মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে কিছুটা শান্তশিষ্ট। যথেষ্ট পরিণত হিসেবে কাজ করা উচিত। সবকিছু মিলে ভালোমতো খেলার চেষ্টা করব।’
পরিশ্রমের বিকল্প নেই। বুঝতে পারছেন তিনি, ‘পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর সারাদিন ব্যাটিং করেও যে আমি রান করতে পারব, তার কোনো নিশ্চয়তা নেই। তবে আমি যতদিন রাজশাহী ছিলাম, চেষ্টা করেছি। ২০- ২৫ দিন আমি ভালো অনুশীলন করেছি।’ তিনি আরো বলেন, ‘সেন্টার উইকেটে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলাম। যেটা আমার ব্যাটিংয়ে দরকার, যেখানে আমার ব্যাটিং করার সুযোগ হয়েছে, আমি ব্যাটিং করতে চেষ্টা করেছি। এই টুর্নামেন্টকে ঘিরে অনুশীলন করেছি। ভালো কিছু করার জন্য অনুশীলন করেছি, দেখা যাক কী হয়।’
দলের প্রয়োজনে যেকোনো পজিশনে ব্যাটিং করতে প্রস্তুত সাব্বির, ‘দল যেখানে চাইবে আমাকে, সেখানেই ব্যাটিং করতে রাজি আমি। হোক সেটা ওপেন বা ওয়ান ডাউন, চার কিংবা ছয়-সাত।’ বাংলাদেশের হয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলেছেন সাব্বির। বিশ্বকাপের পর শ্রীলঙ্কাতে ওয়ানডে খেলার পর আর দলে সুযোগ হয়নি। সর্বশেষ টি-২০ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে, আফগানিস্তানের বিপক্ষে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com