রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:০১ অপরাহ্ন

বাগেরহাটে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় নিহত-১

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

বাগেরহাটের চিতলমারীতে শিশুদের ক্রিকেট খেলার দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় বিপুল শেখ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (০৮ এপ্রিল) গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহষ্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহতের মরদেহের ময়না তদন্তসম্পন্ন হয়েছে। তবে পুলিশ এই ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি।
এর আগে বুধবার (৮এপ্রিল) রাত আটটার দিকে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাণপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। নিহত বিপুল শেখ চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাণপুর গ্রামের বাসিন্দা।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরীফুল হক বলেন, বুধবার সকালে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাণপুর গ্রামের মাঠে স্থানীয় কয়েকজন শিশুর ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব হয়। পরে শিশুদের অবিভাবকদের হস্তক্ষেপে শিশুদের ওই দ্বন্দ্বের মীমাংসা হয়। সকালের ওই দ্বন্দ্বের জেরে রাত আটটার দিকে এক অবিভাবকের বাবা বিপুল শেখের সাথে অন্য অবিভাবকদের পুণরায় বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ওই অবিভাবকদের মধ্যে কারও হাতে থাকা ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে বিপুল শেখের মাথায় আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে তাকে আশংকাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

ই-খ/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com